দজ্জাল গরমকে খানিক দমিয়ে রেখেছিল ফণী। স্বস্তি মিলেছিল রাজ্যবাসীর। তবে সে স্বস্তি ক্ষণস্থায়ী। ফের দাপট শুরু হতে চলেছে গ্রীষ্মের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে,মে মাসে ঠিক যেমন তীব্র গরম থাকে, সেই তাপমাত্রাই ফিরতে চলেছে বাংলায়। রবিবার থেকে রোদ ওঠার সঙ্গে ঘাম ও অস্বস্তি গরম ফিরবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
আরও পড়ুন: ব্যর্থ কে? কলকাতায় ফণী নাকি হুজুগে বাঙালি?
৪০ কিমি দূর দিয়ে ফণী চলে গেলেও কাকভোরে তার দাপটে কলকাতায় বয়ে গেছে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আস্তে আস্তে নিম্নচাপ কেটে আকাশ পরিষ্কার হবে এবং সোমবার সেই তাপমাত্রা পৌঁছবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। তবে সর্বোচ্চ তাপমাত্রা আজ স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ডিগ্রি কম।
ছয় মে তারিখ অর্থাৎ সোমবার সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগণা সহ কলকাতা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলিতে। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া সহ তাপ প্রবাহ বইবে বাংলায়। মঙ্গলবার থেকে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রী বেশি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।