Advertisment

আকাশ কালো করে ঝেঁপে আসছে বৃষ্টি, ভিজবে কলকাতা, দঃবঙ্গে বর্ষার আগমন?

শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে নাজেহাল গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন তিলোত্তমার মানুষ।

author-image
IE Bangla Web Desk
New Update
todays weather forecast, 24 june 2022, kolkata west bengal, আজ কলকাতায় বৃষ্টি হতে পারে

আজ ভিজবে কলকাতা। ছবি- পার্থ পাল

বৃহস্পতি ও শুক্রে হয়েছে, শনিবারও ভিজবে শহর কলকাতা। এমনটাই পূর্বভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুধু বৃষ্টিই নয়, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ফলে নাজেহাল গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন তিলোত্তমার মানুষ।

Advertisment

কলকাতার সঙ্গেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ভিজবে দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে।

উত্তরে বর্ষা আগেই প্রবেশ করেছিল। এবার তাহলে কী দক্ষিণবঙ্গেও বর্ষার আগমণ ঘটল? কোনও আশার খবর শোনাতে পারেনি হাওয়া অফিস। সাধারণত দক্ষিণবঙ্গে পূবালি বাতাস বঙ্গোপসাগরে প্রবেশ করলেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়। কিন্তু, এখনও তেমন পরিস্থিতি তৈরি হয়নি। তবে আপাতত দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

আরও পড়ুন- নজরে আইন-শৃঙ্খলা: তাণ্ডব রুখতে হাওড়াজুড়ে একঝাঁক IPS নিয়োগ

আরও পড়ুন- ‘উন্মাদ মুসলিমদের দেখে নবীও অবাক হতেন’, বিক্ষোভ ইস্যুতে মন্তব্য তসলিমার

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক ৯৫ শতাংশ।

প্রাণান্তকর দহন জ্বালায় যখন নাভিশ্বাস অবস্থা বাংলার দক্ষিণভাগে, তখন অন্য ছবি উত্তরবঙ্গের। সেখানে ইতিমধ্যেই বর্ষা প্রবেশ করে গিয়েছে। মাঝারি থেকে বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

weather today weather update Kolkata Weather weather West Bengal Weather Today West Bengal Weather Forecast
Advertisment