সকালে রোদের দেখা মিললেও কলকাতার আকাশ প্রধানত মেঘলাই। বেলা বাড়তেই মেঘের গর্জন শুরু হয়। তিলোত্তমার নানা জায়গায় পশলা বৃষ্টিও হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বভাস, আগামী ২ থেকে ৩ ঘণ্টা মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে থাকবে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। কলকাতা সংলগ্ন তিন জেলা দুই ২৪ পরগনা ও হাওড়াতেও মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি পড়তে পারে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়াতেও। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় ঝড়বৃষ্টি হতে পারে। ভিজবে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায। আগামী তিন থেকে চারদিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বভাস হাওয়া অফিসের।
অলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দুটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। একটি রাজস্থান থেকে বিহার পর্যন্ত এবং অন্যটি বিহার থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এছাড়া, একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের উপর। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। যার জেরেই চৈত্রে রাজ্যের নানা প্রান্তে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
গত শনিবার থেকে অকাল কালবৈশাখীর দাপটে দক্ষিণবঙ্গে স্বস্তির আবহাওয়া বিরাজ করছে। তবে, নিম্নচাপ কেটে গেলেই তাপমাত্রা চড়চড়িয়ে বাড়বে। পূর্বাভাস যে, বুধবার থেকেই দিনের উত্তাপ বাড়বে, ফিরবে গরম।