রঙের উৎসবে বাড়বে উত্তাপের ছটা। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা থাকবে উর্ধ্বমুখী। চৈত্রের শুরুতেই অনুভূত হবে দহন জ্বালা। এর মধ্যেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি। আগামী ২২ মার্চ সেটির আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
কলকাতায় হাঁসফাঁস গরম। ইতিমধ্যেই পারদ ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতেরর পূর্বাভাস, দোলের দিন মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯৪ শতাংশ।
জেলাগুলিতে ভোর বা রাতে আগে হাল্কা ঠান্ডা অনুভূত হলেও সেই রেশ উধাও। রাজ্যের দক্ষিণের জেলাগুলিতেও গরম বাড়বে। মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পশ্চিমের জেলাগুলিক পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গেও।
এদিকে ক্রমেই শক্তিশালী হচ্ছে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপটি। যা পরে ঘূর্ণাবর্ত পরিণত হয়ে উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। পূর্বাভাস যে, ঘূর্ণিঝড় অশনি ২২ মার্চ বাংলাদেশ ও উত্তর মায়ানমারের কাছে আছড়ে পড়বে। তবে, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব পড়বে না। তবে, এর ফলে প্রচুর জলীয় বাষ্প এ রাজ্যে প্রবেশ করবে। ফলে উপকূলের জেলাগুলিতে আবহাওয়ার বদল ঘটতে পারে।