Advertisment

Loksabha Election 2024: রচনা, জুন, দেবরা প্রার্থী, শিকে না ছেঁড়ায় মন ভেঙে চুরমার তারকা অভিনেত্রীর!

Sayantika Banerjee left TMC: গতকাল কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দানে জনগর্জন সভা করেছে তৃণমূল। ওই সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের ৪২টি কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল এবার প্রার্থী করেছে দিদি নং ১ খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়কে। এমনকী মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকেও ওই কেন্দ্র থেকেই লোকসভা আসনে টিকিট দিয়েছে তৃণমূল।

author-image
IE Bangla Web Desk
New Update
Tollywood actress Sayantika Banerjee left TMC

Loksabha Election 2024: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের তিন প্রার্থী। বাঁদিক থেকে জুন মালিয়া, রচনা ব্যানার্জি ও দেব।

Sayantika Banerjee left TMC: তৃণমূলে ভীষণ অভিমানী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। গতকালই ব্রিগেড ময়দানে 'জনগর্জন সভা' (Jana Garjana Sabha) থেকে তৃণমূলের প্রার্থী তালিকা (Tmc Candidate List) ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই তালিকায় নাম নেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। এর জেরে দলের শীর্ষ নেতৃত্বের প্রতি বেজায় রুষ্ট সায়ন্তিকা।

Advertisment

এবারও রূপোলি পর্দার তারকাদের লোকসভা নির্বাচনের (Lok sabha Election 2024) টিকিট দিয়েছে তৃণমূল। রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) থেকে শুরু করে জুন মালিয়া (June Malia), সায়নী ঘোষ (Sayani Ghosh), দেবরা (Dev) জোড়াফুলের প্রার্থী হয়েছেন। টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এর আগে একুশের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া (Bankura) থেকে প্রার্থী হয়েছিলেন। যদিও সেবার তিনি ভোটে হেরে গিয়েছিলেন। তবে নির্বাচনে হেরে গেলেও পরবর্তী সময়েও দলের কর্মসূচিতে নিয়মিত দেখা যেত তাঁকে।

আরও পড়ুন- Locket Chatterjee-Rachana Banerjee: জমে ক্ষীর হুগলি! ‘দিদি নং ১’ রচনা প্রতিপক্ষ, শুনেই চমকে দেওয়া মন্তব্য লকেটের!

বাঁকুড়া ছাড়াও রাজ্যের একাধিক প্রান্তে দলের কর্মসূচিতে নিয়মিত যোগ দিতে দেখা যেত তাঁকে। এমনকী গত কয়েকদিনেও রাজ্যের বিভিন্ন জেলায় শাসকদল তৃণমূলের নানা কর্মসূচিতে দেখা গিয়েছে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। সেই তালিকায় নাম নেই সায়ন্তিকার।

আরও পড়ুন- Arjun Singh: ‘কথা দিয়েও’ ব্যারাকপুরে অর্জুনকে কেন প্রার্থী করল না তৃণমূল? রহস্য কোথায়?

এরপর গতরাতেই নিজের ইস্তফাপত্র দলের রাজ্য সভাপতিকে সায়ন্তিকা পাঠিয়েছেন বলে খবর রটে যায়। যদিও সোমবার সংবাদমাধ্যমে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় নিজে দাবি করেছেন তিনি দল থেকে ইস্তফা দেননি। তিনি তৃণমূল ছেড়েছেন বলে যে খবর রটেছে তা ঠিক নয় বলেও দাবি করেছেন এই তারকা অভিনেত্রী।

abhishek banerjee Sayantika Banerjee tmc loksabha election 2024 Mamata Banerjee
Advertisment