বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় 'জাওয়াদ' শক্তি বাড়াচ্ছে। আজ সকালেই এই ঘূর্ণিঝড়টি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে পৌঁছতে পারে। রবিবার দুপুরে এই ঘূর্ণিঝড় পুরী উপকূলের কাছে এসে শক্তি হারাবে। তবে তার অভিমুখ থাকবে বাংলার দিকে। এর জেরে আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
চলতি বছরে আরও এক ঘূর্ণিঝড়ের মুখোমুখি হতে চলেছে এরাজ্য। ইয়াস, গুলাবের পর এবার জাওয়াদ। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। কাল পুরী ছুঁয়ে তার অভিমুখ হবে বাংলার দিকে। তবে ততক্ষণে শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়। যদিও তার প্রভাব বঙ্গে টের পাওয়া যাবে আজ থেকেই।
ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে। রবিবার কলকাতাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন- Daily Horoscope, 4 December 2021: শনির কৃপায় সৌভাগ্য লাভ কার? পড়ুন রাশিফল
এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আগেভাগেই একগুচ্ছ সতর্কতামূলক ব্যবস্থা রাজ্য সরকারের। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি-সহ দক্ষিণ ২৪ পরগনার নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ-সহ উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতামূলক প্রচার চলছে। মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে।
মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, বকখালি, মন্দারমণি-সহ রাজ্যের সব সমুদ্রতটে নামায় আপাতত পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন