Advertisment

ইলশেগুড়ি বৃষ্টিতেই কেল্লাফতে! ঝাঁকে-ঝাঁকে রুপোলি শষ্যে জাল ছেঁড়ার জোগাড় দিঘায়!

এ মরশুমে এই প্রথম, দিঘায় উঠল টন-টন ইলিশ।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
bangladesh will stop exporting hilsa to india

যদিও এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে টন-টন ইলিশ ঢুকছে এরাজ্যে।

এ মরশুমে এই প্রথম, দিঘায় উঠল টন-টন ইলিশ। ৪০ থেকে ৫০ টন ইলিশ উঠেছে দিঘায়। দিঘা মোহনার বাজারে রুপোলি শষ্যের ছড়াছড়ি। সাধের ইলিশ দেখতে দিঘা মোহনার বাজারে উপচে পড়া ভিড় সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকদের। দেদার বিকোচ্ছে ইলিশ। বিশেষ প্যাকেটে ভরে ইলিশ নিয়ে ফিরছে পর্যটকের দল।

Advertisment

এখনও পর্যন্ত দিঘায় যে পরিমাণ ইলিশ এবার উঠেছে তাতে বেজায় খুশি মাছ ব্যবসায়ীরা। এই ইলিশের ওজনও যথেষ্ট ভালো। ৫০০ থেকে ৭০০ গ্রাম ইলিশের দাম কেজি প্রতি ৫০০ থেকে ৭০০ টাকা দরে বিকোচ্ছে দিঘার বাজারে। ৭০০ থেকে ১ কেজি ওজনের মাছের দাম ৮০০ থেকে ১০০০ টাকা।

এলাকার মৎস্যজীবীরা জানিয়েছেন, ৭ থেকে ১০ দিন আগে ট্রলারগুলি মাছ ধরতে গিয়েছিল দিঘার গভীর সমুদ্রে। মাঝ সমুদ্রে ইলশে গুড়ি বৃষ্টিতেই কেল্লাফতে! অনুকূল আবহাওয়ায় ঝাঁকে-ঝাঁকে ইলিশ উঠেছে জালে। বেশ কিছু ট্রলার ইতিমধ্যেই দিঘায় ফিরেছে। এখনও বহু ট্রলার সমুদ্রে আছে, সেগুলোও ফেরার পথে। শীঘ্রই রাজ্যের বিভিন্ন বাজারে পাঠানো হবে দিঘার ইলিশ।

আরও পড়ুন- ভাঙড়ের পথে বাধা নওশাদকে, ‘অত সহজে ছাড়ব না’, চরম বার্তা বিধায়কের!

গত তিন বছর ধরে দিঘার সমুদ্রে ইলিশের তেমন দেখা মিলছিল না। সেই কারণে দামও ছিল বেশ চড়া। তবে এবার প্রথম ধাপেই প্রচুর ইলিশ উঠেছে জালে। আর ক'দিনের মধ্যে আরও ইলিশ ঢুকবে। সেই ইলিশ ছড়িয়ে পড়বে রাজ্যজুড়ে। স্বাভাবিকভাবেই এবছর রাজ্যের বিভিন্ন বাজারে রুপোলি শষ্যের দাম আরও কমে যেতে পারে বলে আশাবাদী তাঁরা।

আরও পড়ুন- এই সাংসদ আর নয়? বদল-দাবি জেলা সভাপতিকেও? বিজেপির নামে পোস্টারে জেলা সরগরম!

Purba Medinipur West Bengal Hilsa Digha
Advertisment