Advertisment

Kolkata police: বিরাট বিপর্যয় কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে! হুড়মুড়িয়ে ভাঙল গেট, ছিলেন অভিষেকও

Kolkata police marathon 2024: রবিবার কলকাতার রেড রোড থেকে এই হাফ ম্যারাথনের সূচনা হয়। পুলিশকর্মীদের পাশাপাশি অভিনেতা-রাজনীতিবিদ-খেলোয়াড়রাও এই দৌড় প্রতিযোগিতায় সামিল হয়েছিলেন। সেই দৌড়েই ঘটে যায় এই বিপত্তি। তবে এদিন হাফ ম্যারাথনে প্রতিযোগিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন আগামী দিনে এই কর্মসূচি আরও বৃহৎ আকারে করার জন্য তৎপরতা নেওয়া হবে। এদিনের এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata police marathon 2024, কলকাতা পুলিশ ম্যারাথন ২০২৪

Kolkata Police Half marathon: কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Kolkata police half marathon: রবিবার কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে হাফ ম্যারাথনের (Half marathon) আয়োজন করা হয়েছিল। রবিবাসরীয় সকালে রেড রোড থেকে এই দৌড়ের সূচনা হয়। এদিন ওই রেড রোডেই দমকা হাওয়ায় হঠাৎ ভেঙে পড়ে একটি তোরণ। মারাত্মক এই দুর্ঘটনার জেরে আহত হয়েছেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ১ মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। এদিনের হাফ ম্যারাথনে পুলিশকর্মীদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)-সহ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ও টলিপাড়ার (Tollywood) একঝাঁক অভিনেতা-অভিনেত্রী সামিল হয়েছিলেন।

Advertisment

কলকাতা পুলিশের হাফ ম্যারাথনে (Kolkata Police Half marathon) বড়সড় বিপর্যয় (Accident)। রবিবার সকালে কলকাতার রেড রোড (Red Road) থেকে এই দৌড়ের সূচনা হয়। এই ম্যারাথনে (Marathon) রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী (Snehasis Chakraborty)-সহ অভিনেতা দেব (Dev), আবির চট্টোাপাধ্যায় (Abir Chatterjee)-সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখের পাশাপাশি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় সামিল হয়েছিলেন। ওই ম্যারাথনেই অংশ নিয়েছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি।

জানা গিয়েছে, এদিন দৌড় শেষের মুখের তোরণটি দমকা হাওয়ায় আচমকা ভেঙে পড়ে। ঠিক সেই সময়ে ওই তোরণের নীচেই ছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি মুরলিধর শর্মা। তাঁর ঘাড়ে ভেঙে পড়ে তোরণটি। দুর্ঘটনার জেরে মাথা ও ঘাড়ে চোট পেয়েছেন কলকাতা পুলিশের এই শীর্ষকর্তা। তড়িঘড়ি তাঁকে সেখান থেকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। তবে তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন- Small Business: সামান্য লগ্নিতেই দ্রুত রোজগার শুরু! বৃদ্ধের অসামান্য উদ্যোগ পথ দেখাচ্ছে বেকারদের

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vineet Goyal) এদিনের কর্মসূচি নিয়ে বলেন, “এটি একটি সফল ঘটনা ছিল। আমরা ইভেন্টের দু'দিন আগে ২৫ হাজার আবেদনপত্র পেয়েছিলাম। আমরা আশা করি এটি আগামী দিনে আরও বৃহত্তর অংশগ্রহণের সঙ্গে সফল হবে।"

আরও পড়ুন- Success Story: গগনভেদী সাফল্যের শিখরে বাংলার খুদে পড়ুয়া! শ্রেষ্ঠত্বের অভূতপূর্ব এই নজির সত্যিই বিরল!

এদিকে, ম্যারাথনে অংশ নিয়ে অভিভূত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি এদিন প্রায় ১০ কিলোমিটার দৌড়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় দৌড়ের কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে তিনি লিখেছেন, "একটি সতেজ সকাল দিয়ে পুনরুজ্জীবিত হলাম! কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ ম্যারাথনে অংশগ্রহণ করা ছিল আনন্দদায়ক। এই ধরনের মুহূর্তগুলি পরিবর্তনকে অনুপ্রাণিত করে!"

abhishek banerjee accident kolkata news kolkata police
Advertisment