/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/bandh.jpg)
বনধে শুনশান দার্জিলিঙের রাস্তা।
৬ বছর পর পর ফের উত্তরবঙ্গের পাহাড়ে ফিরল বনধের রাজনীতি। গোর্খা জনমুক্তি মোর্চা, হামরো পার্টি ও বিজেপির সমর্থনে চলা বনধে এককথায় স্তব্ধ পাহাড়ের স্বভাবিক জনজীবন। মাটিগাড়ায় ছাত্রী খুনের প্রতিবাদে পাহাড় জুড়ে বনধে নাকাল পর্যটকেরাও। রাস্তায় গাড়ি চলাচল বন্ধ, বন্ধ দোকান-বাজার। পাহাড় বেড়াতে এসে পর্যটকদের হয়রানির শেষ নেই। ২০১৭ সালের পর ফের একবার বনধ রাজনীতি দেখল পাহাড়।
উল্লেখ্য, শিলিগুড়ির মাটিগাড়ায় স্কুল ইউনিফর্ম পরা অবস্থায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল ছুটি হওয়ার পর একটি ফাঁকা জায়গায় গিয়েছিল ওই তরুণী। তাঁর সঙ্গে ছিল এক যুবক। পুলিশের সন্দেহ তরুণীকে ধর্ষণের চেষ্টা করে ওই যুবক। বাধা দেওয়ায় মাথায় ভারী বস্তুর আঘাতে মৃত্যু হয় স্কুলছাত্রীর। এই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ির লেনিন কলোনি থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন- মাথার ঘাম পায়ে ফেলে জমানো টাকা উধাও? কোটি কোটি টাকার সমবায় ‘দুর্নীতি’ প্রকাশ্যে!
এদিকে, ছাত্রী খুনের প্রতিবাদে শিলিগুড়িতে বনধের ডাক দিয়েছিল বিশ্ব হিন্দু পরিষদ। এবার বনধের পথে পাহাড়ের রাজনৈতিক দলগুলিতও। গোর্খা জনুমক্তি মোর্চা, হামরো পার্টি ও বিজেপি বনধ সমর্থন করেছে। দোষী যুবকের চরম শাস্তির দাবি করেছে রাজনৈতিক দলগুলি। শনিবার পাহাড়ে ২৪ ঘণ্টাব্যাপী বনধের জেরে স্বাভাবিক জনজীবন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।
খোলেনি দোকানপাট, বন্ধ গাড়ি চলাচল। পাহাড় বেড়াতে গিয়ে চরম হয়রানির শিকার হতে হচ্ছে পর্যটকদের। বৃষ্টির মধ্যেই পাহাড়ের বিভিন্ন প্রান্তে হোটেলবন্দি হয়েই শনিবারটা কাটাচ্ছেন পর্যটকরা। অন্যদিকে, বনধকে কেন্দ্র করে যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির মোকাবিলায় পাহাড়ের বিভিন্ন এলাকায় পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে।