Advertisment

চিন্তা বাড়াচ্ছে 'মোকা', দিঘায় শুরু বৃষ্টি, উত্তাল হচ্ছে সমুদ্র, কড়াকড়িতে হতাশ পর্যটকরা

রবিবারই প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ার জোরালো সম্ভাবনা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'মোকা'র।

author-image
IE Bangla Web Desk
New Update
Tourists prevented from going down to sea in Digha due to the warning of cyclone Mocha

সমুদ্র থেকে পর্যটকদের উঠে আসতে আবেদন প্রশাসনের কর্মীদের। ছবি: কৌশিক দাস।

ঘূর্ণিঝড় ‘মোকা’র আছড়ে পড়া এখন সময়ের অপেক্ষা। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশ ও মায়ানমান উপকূলের মধ্যবর্তী কোনও একটি জায়গায় ঘণ্টায় সর্বোচ্চ ১৭৫ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। তবে ‘মোকা’র প্রভাবে ইতিমধ্যেই দিঘায় শুরু হালকা বৃষ্টি। সমুদ্রনগরীতে সতর্ক প্রশাসন। শনিবার সকালের দিকে সমুদ্র স্নানে বাধা না দিলেও বেলা বাড়তেই পর্যটকদের স্নানে নামতে বাধা দেন প্রশাসনের কর্মীরা। যার জেরে দিঘা বেড়াতে গিয়ে শনিবার বেশ খানিকটা হতাশ হতে হল পর্যটকদের।

Advertisment

সকাল থেকে দিঘার আকাশ আংশিক মেঘলা। হালকা বৃষ্টিতে ভিজল সমুদ্রনগরী। ঘূর্ণিঝড় ‘মোকা’ নিয়ে রীতিমতো সতর্ক রাজ্য। ইতিমধ্যেই রাজ্যের উপকূলবর্তী সব জায়গাগুলিতে বাড়তি নজর রাখছে স্থানীয় প্রশাসন। তেমনই সতর্কতা জারি দিঘাতেও। আবহাওয়া দফতরের তরফে সতর্কবার্তা পেয়েই দিঘার সমুদ্র সৈকতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

আরও পড়ুন- সবুজে ঘেরা ছোট্ট পাহাড়ি জনপদ, গরমের ছুটিতে বেড়ানোর সেরা ঠিকানা!

অনেক স্কুলেই গরমের ছুটি পড়েছে। দিন কয়েকের ছুটিতে ভ্রমণপ্রিয় বাঙালির একটা অংশ পাড়ি জমিয়েছেন দিঘায়। তবে পর্যটকদের শনিবার বেশ হতাশ হতে হয়েছে। ঝড়ের সতর্কবার্তা থাকায় সকালের দিকে কিছু না বললেও বেলায় সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয় নিষেধাজ্ঞা। তবে সময় যত গড়াচ্ছে ততই যেন উত্তাল হচ্ছে সমুদ্র। বাড়ছে হাওয়ার দাপট। দিঘার সমুদ্র সৈকতে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীদের মোতায়েন রাখা হচ্ছে। একইভাবে পুলিশের তরফেও জোরদার নজদরদারি চালানো হচ্ছে।

আরও পড়ুন- ‘মোকা’ আছড়ে পড়ল বলে! একাধিক জেলায় আজই প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর থেকে দিঘা বেড়াতে গিয়েছেন তাপস সেন। শনিবার সকালের দিকে বেশ কিছুক্ষণ চুটিয়ে সমুদ্রে স্নান সেরেছেন তিনি। তবে সমুদ্র উত্তাল হতেই প্রশাসনের কর্মীরা পর্যটকদের উঠে যেতে অনুরোধ করেন। ঘূর্ণিঝড় 'মোকা' নিয়ে সতর্কবার্তা থাকার জেরেই এই তৎপরতা প্রশাসনের।

Digha West Bengal rainfall Tourist Purba Medinipur Tourists in Digha Cyclone Mocha
Advertisment