Advertisment

সুন্দরবনে প্রকাণ্ড বাঘের সামনা সামনি পর্যটকরা! হাড় হিম কাণ্ডে আত্মারাম খাঁচাছাড়া

সুন্দরবনে বেড়াতে গিয়ে হাড় হিম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন একদল পর্যটক।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
Tourists saw a tiger while traveling in the Sundarbans

Sundarban: সুন্দরবনের জঙ্গলে বাঘ।

আবারও সুন্দরবনে বেড়াতে গিয়ে হাড় হিম অভিজ্ঞতার সাক্ষী থাকলেন একদল পর্যটক। গত কয়েক মাস ধরেই সুন্দরবন বেড়াতে গিয়ে প্রায়ই দক্ষিণরায়ের দর্শন পাচ্ছেন পর্যটকরা। এবারও ফের একবার নদীবক্ষে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। চোখের সামনে প্রকাণ্ড বাঘ দেখে অনেকেই তাকে ক্যামেরাবন্দিও করে ফেলেন।

Advertisment

বেড়ানোর মরশুমের শুরুতেই ফের একবার রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন পেলেন পর্যটকরা। সুন্দরবনে বেড়াতে যাওয়া একদল পর্যটক সোমবার বিকেলে দক্ষিণরায়ের দর্শন পান। লঞ্চ এম বি বাবা দেবেন্দ্রতে চেপে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নদী বক্ষে ভ্রমণ করছিলেন একদল পর্যটক। তখনই একটি বাঘকে নদী সাঁতরে এক জঙ্গল থেকে আর এক জঙ্গলে যেতে দেখেন তাঁরা। শীতের মরশুমের শুরুতে এভাবে বাঘের দর্শন পেয়ে বেজায় খুশি পর্যটকরা।

গত কয়েক মাসে সুন্দরবন বেড়াতে গিয়ে অনেক পর্যটকই বাঘের দেখা পেয়েছেন। কখনও নদীতে জল পান করতে যাওয়ার পথে ক্যামেরাবন্দি হয়েছে দক্ষিণরায়। কখনও আবার নদী সাঁতরে যেতে দেখা গিয়েছে ডোরাকাটাকে। সুন্দরবনের জঙ্গলে বাঘ সুমারী শুরু হয়েছে।

আরও পড়ুন- তুলকালাম সাফল্য! বিরাট সম্মানে আবারও বুক চওড়া! ‘সেরার সেরা’ হয়ে ‘ভারতশ্রেষ্ঠ’ কলকাতা

publive-image

নদী সাঁতরে জঙ্গলে ঢুকছে বাঘ।

বিশাল জঙ্গলের বিস্তীর্ণ প্রান্তে অত্যাধুনিক ক্যামেরা বসিয়ে বাঘ সুমারীর কাজ চলছে। গত বছরেই সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি পার করেছিল। তবে বনকর্তাদের আশা এবার সেই সংখ্যা আরও কিছুটা বাড়তে পারে।

Sundarban West Bengal Tourist Royal Bengal Tiger South 24 Pgs
Advertisment