/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/Royal-Bengal-Tiger.jpg)
Sundarban: সুন্দরবনের জঙ্গলে বাঘ।
Sundarban: ফের সুন্দরবনে বাঘের একেবারে সামনাসামনি হয়ে গিয়েছিল পর্যটকের দল। গত কয়েকমাসে সুন্দরবন (Sundarban) বেড়াতে গিয়ে এমন অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন আরও বেশ কিছু পর্যটক। এবারও সুন্দরবনের একটি খাঁড়িতে ঢুকতেই দক্ষিণরায়ের দেখা পেয়েছিলেন পর্যটকরা। একেবারে সামনে থেকে বাঘ দেখে অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল।
সুন্দরবনের জঙ্গলে গতবারই বাঘের সংখ্যা একশো ছাড়িয়ে গিয়েছিল। এবছর সেই সংখ্যাটা আরও বেড়ে যেতে পারে বলে আশাবাদী বনকর্তারা। এবার সুন্দরবনের দোবাকি জঙ্গলে দেখা মিলল দক্ষিণরায়ের। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থেকে ১৯ জন পর্যটকদের (Tourists) একটি দল সুন্দরবনে বেড়াতে গিয়েছিল। গতকাল দুপুর আড়াইটা নাগাদ জঙ্গলের খাঁড়ি পার হওয়ার সময় রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) সামনে থেকে দেখতে পান তাঁরা।
আরও পড়ুন- Kolkata Weather Today: দোলেও দুর্যোগ! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?
নদীর পাড় ধরে সেই সময় যাচ্ছিল বিশালাকার ওই বাঘটি। একেবারে সামনে থেকে বাঘ দেখে অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। অধীর উৎসাহে হাতে থাকা মোবাইল নিয়ে অনেকেই বাঘের (Tiger) ভিডিও করতে শুরু করেন।
সুন্দরবনে বেড়াতে গিয়ে এর আগেও এমন ঘটনার একাধিকবার সাক্ষী হয়েছেন পর্যটকরা। কখনও সাঁতরে নদী পেরোতে দেখা গিয়েছে শাবক-সহ বাঘকে। কখনও আবার জঙ্গলের ফাঁক দিয়ে উঁকি দিয়েই বনে ফিরেছেন দক্ষিণরায়।