Advertisment

Sundarban-Royal Bengal Tiger: সুন্দরবনে প্রকাণ্ড বাঘের মুখে পর্যটকরা! পরের ঘটনা জানলে…

ভয়ঙ্কর ঘটনা.....!

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গত কয়েকমাসে সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দেখা পেয়েছেন বহু পর্যটক।

Sundarban-Royal Bengal Tiger: এ যেন মেঘ না চাইতেই জল! সুন্দরবনে ঘুরতে গিয়ে চোখের সামনে দেখা মিলল বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগারের। মূলত বাঘের টানেই সুন্দরবনে দূরদূরান্ত থেকে পর্যটকরা ঘুরতে আসেন। আর এবার ২৫ জনের পর্যটক দলের সামনে হঠাৎ করেই হাজির প্রকাণ্ড এক রয়্যাল বেঙ্গল টাইগার। দেখেই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। দেরি না করে সেই বিরল মুহূর্তকে ফ্রেমবন্দী করেন তারা।

Advertisment

গত কয়েকমাসে সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দেখা পেয়েছেন বহু পর্যটক। কখনও সাঁতরে নদী পার হতে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। কখনও আবার ঘন জঙ্গলের ফাঁক দিয়ে একবার উঁকি দিয়েই বনে ফিরে যেতে দেখা গিয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। গত বছরেই সুন্দরবনে বাঘের সংখ্যা সেঞ্চুরি ছাড়িয়েছিল। এবার সুন্দরবনের একটি খাঁড়িতে ঢুকতেই দক্ষিণরায়ের দেখা পান পর্যটকরা। একেবারে সামনে থেকে বাঘ দেখে অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় পর্যটকদের।

< Doctor rape-murder case: সুপ্রিম আবেদনও কর্মবিরতিতে অনড়, সর্ষের মধ্যে ভূত দেখছেন আন্দোলনকারী ডাক্তাররা >

গত কয়েক বছরে সুন্দরবনে বাঘের আনাগোনা অনেকটাই বেড়েছে। এবার সুন্দরবনের নদীর খাড়িতে দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। কলকাতা থেকে ২৫ জনের পর্যটক দল কুলতলির কৈখালী থেকে বনদফতরের গাইড সমীরন সর্দার ও হরিপদ সর্দারকে সঙ্গে নিয়ে নৌকায় করে ঝড় খালি থেকে তারা বৈধ পাস নিয়ে সুন্দরবনের দোবাঁকি এলাকায় যান।

আরও পড়ুন - < Kolkata doctor’s case: নিষ্ফলা বৈঠক! আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর ইঙ্গিত জুনিয়র ডাক্তারদের >

দোবাঁকি থেকে পীর খালি ৬ নম্বর জঙ্গল সংলগ্ন এলাকায় রয়েল বেঙ্গল টাইগারের সম্মুখ সমরে পড়েন পর্যটকদের সেই দল। এরপরই বাঘের ছবি ক্যামেরাবন্দী করেন তারা । রয়্যাল বেঙ্গল টাইগারকে (Royal Bengal Tiger) সামনে থেকে আনন্দে আত্মহারা হয়ে পড়েন পর্যটকরা। তাদের কথায় নদীর পাড় ধরে সেই সময় যাচ্ছিল বিশালাকার ওই বাঘটি। একেবারে সামনে থেকে বাঘ দেখে অনেকেরই আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। অধীর উৎসাহে হাতে থাকা মোবাইল নিয়ে অনেকেই বাঘের (Tiger) ভিডিও করতে শুরু করেন।

Tourists saw a tiger while traveling in the sundarbans
এ যেন মেঘ না চাইতেই জল! সুন্দরবনে ঘুরতে গিয়ে চোখের সামনে দেখা মিলল বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগারের। ছবি- মীনা মণ্ডল
Royal Bengal Tiger Sundarban
Advertisment