সুন্দরবন বেড়াতে গিয়ে এযেন পয়সা উশুল পর্যটকদের। একসঙ্গে তিন-তিনটি বাঘের দেখা পেল পর্যটকের দল। বিশালকায় পরপর তিনটি বাঘকে সামনে থেকে দেখে ছবি তোলার ধুম পড়ে যায়। এক জঙ্গল থেকে বেরিয়ে নদী সাঁতরে অন্য জঙ্গলে যাওয়ার মুখে পর্যটকদের মোবাইলবন্দি দক্ষিণরায়।
Advertisment
মোটামুটি এখন বছরের অধিকাংশ সময়েই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সম্প্রতি পর্যটকদের একটি দল সুন্দরবনের সজনেখালি রেঞ্জে বেড়াতে গিয়েছিল। সেখানেই নদীতে একসঙ্গে ৩টি বাঘের দেখা পান পর্যটকরা। বোট থেকেই সেই দৃশ্য তাঁরা ক্যামেরাবন্দি করে ফেলেন। পরে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
ইলিশের মরশুমে সুন্দরবনে বেড়াতে এসে সামনে থেকে বাঘের দেখা মেলায় ভাগ্য সহায় পর্যটকদের। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এক বাঘিনী আর তার দুই শাবক বেশ কিছুদিন ধরেই এই এলাকায় রয়েছে। তারাই এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাচ্ছিল। সেই সময় পর্যটকের দল তাদের দেখতে পায়। একসঙ্গে তিনটি বাঘকে নদী পেরোতে দেখে ছবি তোলার ধুম পড়ে যায় পর্যটকদের মধ্যে। বাঘের নদী সাঁতরে পেরনোর সেই ভিডিও রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।