হাওড়ার ট্রেনে সময়সূচিতে বদল, দেখুন পরিবর্তিত সূচি

দীর্ঘদিন ধরেই হাওড়ার প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রেন লাইন মেরামতির কাজ চলছিল। তার জেরে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছিল আপ এবং ডাউনের ট্রেন।

দীর্ঘদিন ধরেই হাওড়ার প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রেন লাইন মেরামতির কাজ চলছিল। তার জেরে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছিল আপ এবং ডাউনের ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
tarin, time table

হাওড়ার ট্রেনের সময়সূচীতে বদল

প্যাসেঞ্জার ট্র্যাক রক্ষণাবেক্ষণের জেরে আজ মধ্যরাত থেকে কাল সকাল আটটা পর্যন্ত সমস্ত ট্রেনের সময়সূচিতে বদল করা হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। দীর্ঘদিন ধরেই হাওড়ার প্যাসেঞ্জার ইয়ার্ডে ট্রেন লাইন মেরামতির কাজ চলছিল। তার জেরে নির্দিষ্ট সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছিল আপ এবং ডাউনের ট্রেন। তবে যাত্রী সাধারণের সুবিধার কথা মাথায় রেখেই রাত ১২টা ১৫ থেকে সকাল ৮টা ১৫ পর্যন্ত বন্ধ রাখা হল রেল পরিষেবা।

সময়সূচী বদল হল কোন কোন ট্রেনের?

Advertisment

১২৮৭১ ইস্পাত লোকাল সকাল ৬টা ৫৫ মিনিটের পরিবর্তে ৯টা ১০ মিনিটে ছাড়বে হাওড়া থেকে। ১২৭০৩ ফলকনামা এক্সপ্রেস সকাল ৭টা ২৫ মিনিটের পরিবর্তে ৯টা ২০ মিনিটে ছাড়বে। এদিকে, দীঘাগামী ১২৮৫৭ তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ার বদলে কাল সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে। অন্যদিকে, খড়গপুরে বেশ কিছু সময়ের জন্য দাঁড় করানো হবে ১৮০০৬ কোরাটপুর এক্সপ্রেস, ১২৮৬৪ যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, ১৮৬১৬ কার্যযোগা এক্সপ্রেস।

publive-image এক নজরে ট্রেনের পরিবর্তীত সময়সূচী। অলঙ্করণ- অভিজিৎ বিশ্বাস

Advertisment

পাশাপাশি ট্র্যাকের কাজের জন্য আপ ও ডাউন পাঁশকুড়া লোকাল দুটিকেও বাতিল করা হয়েছে, এমনটাই জানিয়েছে রেল।

indian railway kolkata train