২৯ ডিসেম্বর থেকেই বদলে যেতে চলেছে কেবল টিভি চ্যানেলের বাছাই নিয়ম। ট্রাই-এর নয়া নিয়ম অনুযায়ী, ২৯ তারিখ রাত বারোটার পর থেকে পছন্দের চ্যানেল পিছু বাড়বে দাম। এরপর পে চ্যানেলগুলি দেখার জন্য পছন্দের চ্যানেলের তালিকা কেবল অপারেটরদের জানিয়ে দিতে হবে। ১৫৩ টাকা ৪০ পয়সার বিনিময়ে সমস্ত গ্রাহক ১০০টি ফ্রি টু এয়ার চ্যানেল দেখতে পারবেন। কিন্তু এই ১০০টির বাইরে গ্রাহকদের পছন্দের প্রতি চ্যানেলের জন্য দিতে হবে আলাদা টাকা৷
ইতিমধ্যেই চ্যানেল পিছু টাকার তালিকা প্রকাশ করেছে ট্রাই। এই নতুন নিয়মে বেশ কিছু চ্যানেল নিজেদের প্যাকেজের টাকা অনেকটাই কমিয়েছে৷ উল্লেখ্য, ট্রাই-এর তরফে জানানো হয়েছে, এই নিয়ম কার্যকর হওয়ার পর যদি গ্রাহকদের সমস্যা হয়, সেক্ষেত্রে নয়া নিয়ম নিয়ে ফের নতুন করে ভাবনাচিন্তা করা হবে সংস্থার তরফে।
নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে প্রতিটি চ্যানেলের দামের তালিকাটি দেখে নিন
Download (215.95 KB)
সূত্রের খবর, একেকটি চ্যানেলের সর্বোচ্চ দাম হতে পারে ১৯ থেকে ৪৫ টাকা পর্যন্ত, এর সঙ্গে যোগ হবে জিএসটি ৷ ফলে, আগে গ্রাহকরা ২৪০ টাকায় যে চ্যানেলগুলো দেখতে পেতেন, নতুন আইনে সেগুলির খরচ বাবদ দিতে হবে ৬০০ টাকা। ৩০০ টাকার প্যাকেজের দাম পৌঁছবে ৯০০ থেকে ১,০০০ টাকায়। কেবল অপারেটরদের একাংশের অভিযোগ, এর ফলে কেবল টিভি দেখার খরচ এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাবে।
এই নিয়েই আপাতত তোলপাড় কেবল অপারেটর মহল। কপালে চিন্তার ভাঁজ বহু ড্রইংরুমেও। ট্রাই-এর এই ধাক্কা কার্যত সামলে উঠতে পারছেন না অনেকেই। তবে অপারেটরের একাংশ বলছেন, ট্রাই-এর এই নতুন নিয়ম আপাতদৃষ্টিতে সমস্যা মনে হলেও এমনও হতে পারে যে, এতে গ্রাহকরা উপকৃতই হলেন। এতদিন অপারেটররা যে "স্বেচ্ছাচারিতা" করতেন তার থেকে রেহাই পাবেন গ্রাহকরা।
Telecommunication (Broadcasting and Cable) Services (Eighth) (Addressable Systems) Tariff Order অনুযায়ী দাম বাড়তে চলেছে কেবল টিভি পরিষেবার। প্রসঙ্গত, ট্রাই-এর এই ট্যারিফ অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয় একটি সম্প্রচারকারী সংস্থা। প্রাথমিকভাবে মাদ্রাজ হাইকোর্ট ট্রাই-এর পক্ষে রায় দিলেও, পরবর্তীকালে তা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে শেষ পর্যন্ত মাদ্রাস হাইকোর্টের এই নির্দেশকেই মান্যতা দেয় সুপ্রিম কোর্ট। এবং সেই আইন অনুযায়ীই বাড়তে চলেছে মধ্যবিত্তের টিভি দেখার খরচ।