Kanchanjungha Express: ভয়াবহ দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস! শূন্যে ঝুলছে বগি! মৃত্যু মিছিল, আহত বহু
Train Accident: দুর্ঘটনার পরপরই প্রথমে এলাকার বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান। দ্রুত ঘটনাস্থলে রেলের পদস্থকর্তারা পৌঁছেছেন। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। উত্তরবঙ্গ জুড়ে চলছে দুর্যোগ। দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলছে জেলায় জেলায়। তারই মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘিরে প্রবল শোরগোল।
Kanchanjungha Express: বড়সড় দুর্ঘটনার কবলে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সোমবার সকাল পৌনে ন'টা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশন পেরনোর পরেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উল্টোদিক থেকে এসে সজোরে ধাক্কা মারে একটি মালগাড়ি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। কমপক্ষে ৩০-৪০ জন আহত হয়েছেন। ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত এক পুলিশ আধিকারিক।
Advertisment
আগরতলা থেকে শিয়ালদহে আসছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি স্টেশন পেরনোর বেশ কিছু সময় পরে রাঙাপানি স্টেশনের কাছে ওই একই লাইনে উল্টোদিক থেকে ঢুকে পড়ে একটি মালগাড়ি। সেই মালগাড়ি ধাক্কায় লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জোড়া কামরা।
বেলাইন হয়ে গিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুমড়-মুচড়ে গিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যায়নি। তবে দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। রেলের পদস্থকর্তারা ঘটনাস্থলের দিকে রওনা দেন। উত্তরবঙ্গ জুড়ে চলছে দুর্যোগ। দফায়-দফায় ঝড়-বৃষ্টি চলছে জেলায় জেলায়। তারই মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘিরে প্রবল শোরগোল।
এদিকে, রেলের তরফে জানানো হয়েছে মালগাড়িটি সিগনাল ভেঙেছে। মালগাড়ি সিগন্যাল অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনের অংশে সজোরে ধাক্কা মারে। তারই জেরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে। NDRF, রেলের বিশেষ দল এবং ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে সামিল হয়েছে। এই দুর্ঘটনার জেরে দু'জনের মৃত্যুর আশঙ্কা।
তবে ঘটনাস্থলে কর্তব্যরত এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনার জেরে এখনও পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে ২৫ থেকে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা। গ্যাস কার্টার দিয়ে বগি কেটে চলছে উদ্ধারকাজ।