Advertisment

ভয়াবহ দুর্ঘটনা! চলন্ত মালগাড়ির সজোরে ধাক্কা অন্য মালগাড়িতে, হুড়মুড়িয়ে লাইনচ্যুত একাধিক বগি

ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বাংলা।

author-image
IE Bangla Web Desk
New Update
train accident in bankura onda

প্রতীকী ছবি।

ফের ট্রেন দুর্ঘটনা। এবার ঘটনাস্থল বাংলা। একটি মালগাড়ির উপর উঠে গেল আরও একটি মালগাড়ি। রবিবার সাতসকালে এই দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে। দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে সজোরে ধাক্কা মেরে তার উপরে উঠে যায় আরও একটি মালগাড়ি। সাতসকালে বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। ঘর ছেড়ে রাস্তায় বেড়িয়ে পড়েন এলাকার মানুষজন।

Advertisment

করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি ফিকে হতে না হতেই ফের এক রেল দুর্ঘটনা। জানা গিয়েছে, এদিন সকালে বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। ওই সময়ে ওই লাইন দিয়েই আরও একটি মালগাড়ি যাচ্ছিল। সেটিই সজোরে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে। বিকট শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে।

আরও পড়ুন- দক্ষিণবঙ্গে পুরোদমে সক্রিয় মৌসুমী বায়ু, আজ থেকেই একটানা ভারী বৃষ্টি?

এই দুর্ঘটনার জেরে দুটি মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয়েছেন চলন্ত মালগাড়িটির চালক। এদিকে, রবিবার সকালে এই দুর্ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলে প্রভাব পড়েছে। বেশ কয়েকটি ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও কয়েকটি ট্রেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনার কারণ বিশ্লেষণে জোরদার তৎপরতা শুরু হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি গাফিলতি? দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

West Bengal Bankura Train Accident
Advertisment