দীর্ঘদিনের দাবি পূরণ। শেষমেশ ভেঙে ফেলা হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর-মজিলপুর স্টেশনের ফুট ওভারব্রিজটি। ব্রিজ ভাঙার কাজ চলার জেরেই এবার একটানা ১১ ঘণ্টা ট্র্যাফিক ও পাওয়ার ব্লক নেওয়া হয়েছে। যার জেরে ৪ নভেম্বর শনিবার রাত ১১.১০ মিনিট থেকে ৫ নভেম্বর রবিবার সকাল ১০.১০ মিনিট পর্যন্ত আপ ও ডাউন লাইনে একাধিক ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছে।
শিয়ালদহ দক্ষিণ শাখার জয়নগর-মজিলপুর স্টেশনের ফুট ওভারব্রিজটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। বহুদিন ধরেই ফুট ওভারব্রিজটি ভেঙে ফেলে নতুন করে তৈরির দাবি জানাচ্ছিলেন যাত্রীরা। জরাজীর্ণ ওই ফুট ওভারব্রিজ দিয়ে যাতায়াতে প্রায়শই ছোটোখাটো দুর্ঘটনাও ঘটেছে। শেষমেশ ফুট ওভারব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় রেল। শনিবার থেকে সেই কাজ শুরু হয়েছে। যার জেরে ওই শাখায় একাধিক ট্রেন বাতিল ও নিয়ন্ত্রণ করা হয়েছে।
শনি ও রবিবার কোন কোন ট্রেন বাতিল?
শনিবার বাতিল রাত ১০.২০-এর ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল। রবিবার ভোরে বাতিল ৫.২০-এর ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর লোকাল, সকাল ৭.১৪-এর ডাউন শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর-নামখানা লোকাল, ভোর ৪.৫০-এর ডাউন সোনারপুর- ডায়মন্ড হারবার লোকাল, সকাল ১০.৪৫-এর আপ ডায়মন্ড হারবার-সোনারপুর লোকাল।
এরই পাশাপাশি রবিবার সকাল ৫.৫২-এর আপ ডায়মন্ড হারবার-বারুইপুর লোকাল ও বাতিল থাকবে। বাতিল সকাল ৭.১৫-এর ডাউন বারুইপুর- লক্ষ্মীকান্তপুর লোকাল, সকাল ৮.২০-এর আপ লক্ষ্মীকান্তপুর- বারুইপুর লোকাল, সকাল ৯.২২-এর ডাউন বারুইপুর- ডায়মন্ড হারবার লোকাল। এরই পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় ওই সময়ের মধ্যে একাধিক লোকাল ট্রেনের চলাচলও নিয়ন্ত্রণ করা হয়েছে।
কোন কোন ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে? দেখে নেওয়া যাক…
শনিবার রাত ১১.০৬-এর ডাউন শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে বারুইপুর স্টেশন পর্যন্ত চলবে। আবার রবিবারের ভোর ৩টের আপ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে না ছেড়ে বারুইপুর স্টেশন থেকে ছাড়বে।
আরও পড়ুন- মারাত্মক কিছুর আঁচ? জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠের ঠিকানায় হঠাৎ হানা ইডির!
রবিবার ভোর ৪টে, সড়ে ৪টে, ৫.৫৫ ও ৮.১৫-এর শিয়ালদহ- লক্ষ্মীকান্তপুর লোকাল লক্ষ্মীকান্তপুরের বদলে দক্ষিণ বারাসত স্টেশন পর্যন্ত যাবে। উলটো দিকে রবিবার সকালের ৫.১০, ৫.৪৫, ৭.১০, ৯.২৬-এর আপ লক্ষ্মীকান্তপুর- শিয়ালদহ লোকাল লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ার বদলে দক্ষিণ বারাসত স্টেশন থেকে শিয়ালদহের উদ্দেশে রওনা দেবে।