Advertisment

সপ্তাহের প্রথম দিনেই বিরাট বিভ্রাট! শিয়ালদহ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

সিগন্যালিংয়ের সমস্যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত ট্রেন চলাচল।

author-image
IE Bangla Web Desk
New Update
train service disrupted in Dum Dum Jn - Bangaon section

সপ্তাহের প্রথম দিনে ট্রেন চলাচল ব্যাহত।

সিগন্যালিংয়ের সমস্যার জেরে সপ্তাহের প্রথম দিনেই ব্যাহত ট্রেন চলাচল। শিয়ালগহ-বনগাঁ এবং শিয়ালদহ-হাসনাবাদ শাখায় লোকাল ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে। যার জেরে বেশ কিছু ট্রেন দেরিতে চলে। সপ্তাহের প্রথম দিনে কাজে বেড়িয়ে ব্যাপক দুর্ভোগের মুখে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের।

Advertisment

রেলের তরফে জাাননো হয়েছে, বজ্রপাত ও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার জেরে শিয়ালদহ - বনগাঁ সেকশনে ট্রেন পরিষেবায় ব্যাঘাত ঘটেছে। প্রবল বজ্রপাত এবং বজ্রপাতের পরে সিগন্যালিং কেবিনে বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে। দমদম জংশন - বনগাঁ সেকশনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়। সোমবার সকাল ৭.৪৮ মিনিট থেকে ৮.৩০ পর্যন্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়। কমপক্ষে ১৫টি লোকাল ট্রেন এদিন নির্ধারিত সময়ের চেয়ে প্রায়য় আধঘণ্টা দেরিতে চলেছে।

আরও পড়ুন- খুন হওয়ার আশঙ্কা করছিলেন নওশাদ! ISF বিধায়ককে জেড ক্যাটাগরির সুরক্ষা কেন্দ্রের

রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণেই এই বিপত্তি তৈরি হয়। তবে ট্রেন পরিষেবা স্বাভাবিক করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে রেল। শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন- শতাব্দীপ্রাচীন মহিষাদলের রথযাত্রা, যার পিছনের ইতিহাসটা আজও জোর চর্চাবহুল!

এদিন সকালে হঠাৎই শিয়ালদহ-বনগাঁ শাখায় একাধিক স্টেশনে দাঁড়িয়ে পড়ে লেকাল ট্রেন। যাত্রীদের ভিড় জমে যায় স্টেশনে-স্টেশনে। সোমবার কাজের দিনে বাড়ি থেকে বেরিয়ে সকালের দিকে তীব্র হয়রানির শিকার হতে হয়েছে যাত্রীদের।

West Bengal Sealdah train service disruption
Advertisment