Sealdah main division: শিয়ালদা শাখায় স্বাভাবিক পরিষেবা, বিজ্ঞপ্তি দিয়ে গতকালই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল পূর্বরেল। কিন্তু সপ্তাহের প্রথম কাজের দিনেও ছবিটা কিন্তু বদলায় নি। পরিস্থিতি এখনও বেগতিক। সোমবার সকাল থেকে দফায় দফায় দুর্ভোগের মুখে পড়তে হয়েছে শিয়ালদহ শাখার যাত্রীদের। প্রবল গরমে দুর্ভোগের মুখে পড়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা।
শিয়ালদা মেইন শাখায় ১২ কোচের ইএমইউ ট্রেন চালানোর জন্য কিছু পরিকাঠামোগত পরিবর্তনের কারণে গত শুক্রবার থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। যদিও রেলের তরফে জানানো হয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলে নির্দিষ্ট সময়ে দু'ঘণ্টা আগেই সেকাজ সম্পন্ন হয়েছে। কিন্তু সোমবার অফিস টাইমে রেলের ঘোষণা অনুসারে কর্মক্ষেত্রে বেরিয়ে চরম ভোগান্তির মুখে পড়তে হয় যাত্রীদের।
কথা ছিল সোমবার থেকে শিয়ালদহ মেন শাখায় আরও ভালো পরিষেবা দেওয়ার৷ কিন্তু ডাহা 'ফেল' করল রেল। এদিন সকালে শিয়ালদহ স্টেশনে গিয়ে দেখা গিয়েছে পরিস্থিতি একেবারে ভিন্ন। কেউ অপেক্ষা করছেন ৪৫ মিনিট তো কেউ অপেক্ষা করছেন ১ ঘন্টা। ডাউন ট্রেন শেষ কখন শিয়ালদহ স্টেশনে ঢুকেছে তা সঠিক করে কিছুই বলতে পারছেন ন যাত্রীরা। ২-৩ নম্বর প্ল্যাটফর্মে মাঝে তখনও কাজ চলছে।
ঘড়ির কাঁটায় তখন ১০টা বেজে ৪৫ মিনিট। শিয়ালদহ শাখার মেইন লাইনে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ৯টা বেজে ৫৮ মিনিটে আপ গেদে লোকাল। যাত্রীরা অপেক্ষায় প্রবল গরমে ভিড়ে ঠাসা ট্রেনে দাঁড়িয়ে। এক যাত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'রেলের তরফে কোন ঘোষণা করা হচ্ছে না। কখন কোন ট্রেন ছাড়বে তা বলা মুসকিল'। এদিকে কেবল গেদে লোকাল নয়। দাঁড়িয়ে ১০টা বেজে ৮ মিনিটের আপ বনগাঁও লোকাল। ১০টা বেজে ১৫ মিনিটের আপ বর্ধমান লোকাল।
আরও পড়ুন : < Kolkata Weather Today: জ্বালাপোড়া গরমে সেদ্ধ দক্ষিণবঙ্গ! আদৌ দিন সাতেকে ঢুকবে বর্ষা? জানুন লেটেস্ট আপডেট >
হাওড়া থেকে পরিবারের সঙ্গে শান্তিপুরে বাড়ি ফিরবেন বলে এসেছেন রবি সাউ। তিনি বলেন, "প্রায় ৪৫ মিনিট দাঁড়িয়ে। কোন ট্রেনের ঘোষণা নেই। অথচ আজ থেকেই পরিষেবার স্বাভাবিক হওয়ার কথা ছিল"। এদিকে পরিষেবা সম্পরকে প্রশ্ন করা হলে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, " সোমবার থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। সকাল থেকে শিয়ালদহ শাখায় ট্রেন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক"।