Sealdah Division: দুর্ভোগ কী মিটল? অন্তত পূর্ব রেলের তরফে সম্প্রতি যে খবর জানানো হয়েছে, তাতে ইঙ্গিত একটা রয়েছে। শিয়ালদহ মেইন এবং উত্তর বিভাগের প্ল্যাটফর্ম নং ১ থেকে ৫-এর সম্প্রসারণের দিকে নন-ইন্টারলকিং কাজ সফলভাবে শেষ করা হয়েছে বলে ঘোষণা করে দিয়েছে পূর্ব রেল।
১২ কোচের ইএমইউ ট্রেনগুলিকে জায়গা করে দিতে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগে রবিবার বেলা ১২টায় শেষ করে ফেলা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে রেলের তরফে। রবিবার বেলা ২টো পর্যন্ত এই সময়সীমা নিয়ে রেখেছিল রেল। অর্থাৎ বেলা ২টোর আগেই শিয়ালদহ স্টেশনে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শেষ করে ফেলেছে রেল।
নন-ইন্টারলকিং কাজের সফল সমাপ্তির পরে, প্রথম ট্রেন, 31518 শান্তিপুর – শিয়ালদহ লোকাল, বেলা ১.১৮ মিনিটে শিয়ালদহ স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছেছিল। এছাড়াও একটি ইএমইউ স্পেশাল ট্রেন প্ল্যাটফর্ম বেলা ১.৪২ মিনিটে ১ নং প্ল্যাটফর্মে ঢুকেছিল।
আরও পড়ুন- Sealdah Station: শিয়ালদহ স্টেশনে ধুন্ধুমার! ধৈর্য্যের বাঁধ ভাঙল যাত্রীদের, ব্যাপক ভাঙচুর, পাল্টা লাঠিচার্জ RPF-এর
অর্থাৎ, গত শুক্রবার থেকে একটানা যে দুর্ভোগ চলছিল তার অবসান ঘটল বলেই মনে করা হচ্ছে। এদিকে আজও ট্রেন নিয়ে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় শিয়ালদহ স্টেশনে। রবিবার সকালে ক্ষোভের আগুন জ্বলে ওঠে শিয়ালদহ স্টেশন চত্বরে। স্টেশনেই বেপরোয়া ভাঙচুর শুরু হয়, বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে RPF।
আরও পড়ুন- AC Machine: জ্বালাপোড়া গরমে প্রাণ জুড়োচ্ছে AC, ঘর ঠান্ডার এই মেশিন নিয়েই নয়া আশঙ্কা-দুর্ভোগ!
মূলত দূরপাল্লার ট্রেনের যাত্রীরা এদিন দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করার পরেও ট্রেনের দেখা না পেয়ে অসহ্য ভ্যাপসা গরমের মধ্যে বিক্ষোভ শুরু করেন। এদের মধ্যে কেউ কেউ শিয়ালদহ স্টেশনের অনুসন্ধান কেন্দ্রের কাছে গিয়ে ভাঙচুর শুরু করে।