Train Services Disruption: একে বৃষ্টি তার ওপর সাতসকালে ট্রেন চলাচল (Train Services Disruption) ব্যাহত। বৃহস্পতিবার সকালে কাজে বেরিয়ে ঘোরতর দুর্ভোগে পড়তে হয়েছে বনগাঁ-শিয়ালদা শাখার ট্রেন যাত্রীদের। সিগন্যালিংয়ে সমস্যার জন্যই এই বিপত্তি বলে জানিয়েছে রেল। জোরদার তৎপরতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
কাজের দিনে চূড়ান্ত দুর্ভোগ শিয়ালদহ-বনগাঁ শাখার রেলযাত্রীদের। সকাল সকাল বাড়ি থেকে কাজে বেরিয়ে ট্রেন না পেয়ে যারপরনাই দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে যাত্রীদের। শিয়ালদহ-বনগাঁ শাখার ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত থাকার জেরে দুর্ভোগে পড়তে হয় নিত্যযাত্রীদের।
অনেকেই সময় মত ট্রেন না পেয়ে বিকল্প পথে কর্মস্থলে রওনা দেওয়ার চেষ্টা করেন। তবে টানা বৃষ্টির জেরে সেখানেও তাঁদের পড়তে হয়েছে বিপত্তিতে। শিয়ালদহ-বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে কাতারে কাতারে যাত্রীর ভিড় চোখে পড়েছে এদিন সকালে।
আরও পড়ুন- West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ঝোড়ো ব্যাটিং বর্ষার! কাঁপানো বৃষ্টির দুরন্ত পূর্বাভাস! সবচেয়ে বেশি দুর্যোগ কোথায়?
আরও পড়ুন- Headmistress farewell: ‘বড়দি থাকবেন হৃদয়ের মণিকোঠায়!’ কর্মজীবনের শেষ দিনে প্রধান শিক্ষিকার বিদায়ী সংবর্ধনায় মন ভারী!
ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হয়েছে যাত্রীদের। সময়ে ট্রেন না পেয়ে বাড়ির দিকেও ফিরে যান অনেকে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার সবরকমের চেষ্টা চলছে বলে জানিয়েছে রেল।