রাজস্থান থেকে বাংলায় ফিরলেন ১১০০ জনেরও বেশি শ্রমিক-তীর্থযাত্রী

রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে একটি ট্রেন রাজস্থান থেকে এবং কেরালা থেকে একটি ট্রেন আসবে বাংলায়। প্রায় ২৫০০ তীর্থযাত্রী, শ্রমিক এবং রোগীদের ফেরানো হচ্ছে।

রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে একটি ট্রেন রাজস্থান থেকে এবং কেরালা থেকে একটি ট্রেন আসবে বাংলায়। প্রায় ২৫০০ তীর্থযাত্রী, শ্রমিক এবং রোগীদের ফেরানো হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লকডাউনে দীর্ঘদিন পরবাসে আটকে থাকার পর অবশেষে মঙ্গলবার রাজস্থান থেকে ডানকুনিতে পৌঁছলেন ১১০০ জনেরও বেশি শ্রমিক এবং তীর্থযাত্রীরা। দীর্ঘপথ অতিক্রম করে আসা যাত্রীদের ফুল দিয়ে সম্বর্ধনাও জানান হয়।

Advertisment

আজমীর থেকে বাংলার উদ্দেশে রওনা দেয় ২৪ কোচের একটি ট্রেন। সোমবার সকাল ১০.৪০ মিনিটে ডানকুনি পৌঁছয় ট্রেনটি। সূত্র জানায়, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকতেই ফুলের পাপড়ি ছড়িয়ে বরণ করে নেওয়া হয় যাত্রীদের। প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এবং তপন দাশগুপ্ত। ১১৮৬ জন যাত্রীকে (এদের মধ্যে ছিলেন মহিলা ও শিশু) এরপর স্টেশনের বাইরে হেলথ ক্যাম্পে কোভিড-১৯-এর পরীক্ষা করা হয়। সূত্র মারফত খবর, পরীক্ষায় যাঁদেরকে সন্দেহ করা হচ্ছে তাঁদের করোনা চিকিৎসা করা হবে। বাকিদের বাসে করে নির্দিষ্ট জেলায় পাঠান হবে।

Advertisment

জানা গিয়েছে, সামাজিক দূরত্ব মেনে ট্রেন থেকে নামানো হয়েছে যাত্রীদের। রাজস্থানে আটকে থাকা তীর্থযাত্রী ও শ্রমিকদের তাঁদের নিজ রাজ্যে পাঠাতে পশ্চিমবঙ্গকে একটি চিঠিও দেন রাজস্থানের মুখ্যসচিব। রবিবারই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে একটি ট্রেন রাজস্থান থেকে এবং কেরালা থেকে একটি ট্রেন আসবে বাংলায়। প্রায় ২৫০০ তীর্থযাত্রী, শ্রমিক এবং রোগীদের ফেরানো হচ্ছে। সূত্রের খবর কেরালা থেকে যে ট্রেনটি রওনা দিয়েছে তা বুধবার এসে পৌঁছবে মুর্শিদাবাদে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata