Panchayat: এবার মহিলা পঞ্চায়েত প্রধানদের স্বামীদের জন্য নজিরবিহীন তৎপরতা প্রশাসনের। স্বচ্ছভাবে গ্রাম পঞ্চায়েত (Panchayat) পরিচালনা করার জন্য এবার প্রধানদের সঙ্গে তাঁদের স্বামীদেরও বিশেষ প্রশিক্ষণ দেবে প্রশাসন। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক একটি নির্দেশিকা জারি করেছেন। যে নির্দেশিকায় বলা হয়েছে, আগামী ৫-১০ ফেব্রুয়ারি তমলুকের (Tamluk) নিমতৌড়িতে জেলাশাসকের দফতরে জেলার মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধান ও তাঁদের স্বামীদের প্রশিক্ষণ (Training) দেওয়া হবে।
ওই প্রশিক্ষণ শিবিরে থাকবেন গ্রাম পঞ্চায়েতের একজন করে কর্মী। জেলার ১৩৮ জন মহিলা প্রধান-সহ তাঁদের স্বামীদের দু'দিনের এই প্রশিক্ষণ দেওয়া হবে। তবে নতুন এই নয়া নির্দেশিকা জারি হতেই এব্যাপারে সরব হয়েছে বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জেলায় প্রশাসনের তরফে জারি করা এহেন নির্দেশিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে BJP। দলের তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি আশিস মণ্ডল বলেন, "এই ব্যবস্থা যদি হয় তাহলে মহিলা সংরক্ষিত আসন করার কী মানে হয়? আসলে ঘুরিয়ে তৃণমূল (TMC) নেতাদের তোলাবাজি, কাটমানি খাওয়ার লাইসেন্স দেওয়া হচ্ছে।"
বিজেপি ছাড়াও প্রশাসনের এমন নির্দেশিকা ঘিরে সরব বামেরাও। জেলার বাম নেতা পরিতোষ পট্টনায়কও প্রশাসনের এমন নির্দেশিকার বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এদিকে, বিরোধীদের তোলা অভিযোগ-কটাক্ষের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। তবে মহিলা গ্রাম পঞ্চায়েত প্রধানদের স্বামীদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রশাসনের অবশ্য নিজস্ব যুক্তি রয়েছে।
আরও পড়ুন- Premium: ভগৎ সিংকে নিয়ে ১৮ দিন লুকিয়েছিলেন এখানেই, সোনালী স্মৃতি আঁকড়ে বটুকেশ্বর দত্তের গ্রাম
'মহিলাদের ক্ষমতা সম্পর্কে তাঁদের স্বামীদেরও স্বচ্ছ ধারণা তৈরি করে দেওয়া প্রয়োজন'। এমনই বলছেন জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক। তবে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) মাত্র কয়েকমাস আগে মহিলা প্রধানদের স্বামীদের সরকারিভাবে এমন প্রশিক্ষণের বন্দোবস্ত করা নিয়ে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি বাড়ছে।