Kanchanjunga Express Accident: অভিশপ্ত জুন! করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনার পর এক বছর কাটতে না কাটতেই আবারও মারাত্মক ট্রেন দুর্ঘটনা। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে মালগাড়ির ধাক্কায় ছিটকে গেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। রেলের তরফে জানানো হয়েছে, ভয়াবহ এই দুর্ঘটনার ছেড়ে ৮ জনের মৃত্যু হয়েছে ২৫ জন জখম হয়েছেন।
এদিকে এই দুর্ঘটনার পরেই একগুচ্ছ ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। নিউ জলপাইগুড়ি- শিলিগুড়ি জংশন, বাগডোগরা, আলুয়াবাড়ি রোড শাখার বহু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য রুটে।
কোন কোন ট্রেনের লুট বদল?
১৯৬০২ নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি সাপ্তাহিক এক্সপ্রেস (১৭/৬)
২০৫০৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। (১৬/৬)
১২৪২৩ ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস (১৬/৬)
০১৬৬৬ আগরতলা-রানি কমলাপতি স্পেশাল ট্রেন (১৬/৬)
১২৩৭৭ শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (১৬/৬)
06105 নাগেরকোইল জংশন-ডিব্রুগড় স্পেশাল (১৪/৬)
২০৫০৬ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬/৬)
১২৪২৪ নিউ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস (১৬/৬)
২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (১৭/৬)
১২৩৪৬ গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস (১৭/৬)
আরও পড়ুন- Kanchanjungha Express Accident Update: কাঁপানো আওয়াজ, শূন্যে উঠে তালগোল পাকিয়ে গেল কামরা, গা শিউরে ওঠা অভিজ্ঞতা
১২৫০৫ কামাক্ষা-আনন্দবিহার নর্থ ইস্ট এক্সপ্রেস (১৭/৬)
১২৫১০ গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস (১৭/৬)
২২৩০২ নিউ জলপাইগুড়ি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস (১৭/৬)
১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস
(১৭/৬)
১৫৯৬২ ডিব্রুগড়-হাওড়া কামরূপ এক্সপ্রেস (১৭/৬)
১৫৬৩৬ গুয়াহাটি-ওখা এক্সপ্রেস (১৭/৬)
১৫৯৩০ নিউ তিনসুকিয়া-তাম্বারাম এক্সপ্রেস (১৭/৬)
১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস (১৭/৬)
২২৫০৪ ডিব্রুগড়-কন্যাকুমারী এক্সপ্রেস (১৭/৬)
আরও পড়ুন- Kanchanjunga Express Train Accident Live Updates: দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, লাফিয়ে বাড়ছে মৃত্যু, মারাত্মক আশঙ্কা রেলের!
১৩১৪২ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদা তিস্তা তোর্সা এক্সপ্রেস (১৭/৬)
১২৩৪৪ হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল (১৭/৬)
১২৩৭৮ নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ পদাতিক এক্সপ্রেস (১৭/৬)
১৫৬৫১ গুয়াহাটি-জম্মু তাওয়াই লোহিত এক্সপ্রেস (১৭/৬)
১৫৬৫৮ কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল (১৭/৬)