Advertisment

Transgender Assault: মেট্রো স্টেশনে রূপান্তরকামীকে যৌন নির্যাতন! RPF কর্মীর বিরুদ্ধে শোরগোল ফেলা অভিযোগ

অনিচ্ছাকৃত স্পর্শের ভয়ঙ্কর অভিযোগ।

author-image
Sayan Sarkar
New Update
Transgender woman harassed by RPF

মেট্রো স্টেশনে রূপান্তরকামী মহিলাকে যৌন নির্যাতন! মেট্রো স্টেশনে RPF কর্মীর বিরুদ্ধে শোরগোল ফেলা অভিযোগ

Transgender harassed: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রূপান্তরকামীকে যৌন নির্যাতন। আরপিএফ কর্মীর বিরুদ্ধে শোরগোল ফেলা অভিযোগ। আরজি কর কাণ্ডে উত্তাল রাজ্য, দিকে দিকে জারি প্রতিবাদ। তার মাঝেই খাস কলকাতায় মেট্রো স্টেশনে এক রূপান্তরকামীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল স্টেশনের দায়িত্বে থাকা আরপিএফ কর্মীর বিরুদ্ধে।

Advertisment

অভিযোগ,বৈধ টিকিট থাকা সত্ত্বেও রূপান্তরকামীকে মেট্রোয় উঠতে বাধা দেওয়া অভিযোগ ওঠে এক আরপিএফ-র কর্মীর বিরুদ্ধে। প্রতিবাদ করায় অপর এক আরপিএফ সেই রূপান্তরকামীর শরীরে অনিচ্ছাকৃত ভাবে স্পর্শ করেন। এই ঘটনায় প্রতিবাদে তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা তেড়ে আসেন। জানা গিয়েছে, ওই আরপিএফ কর্মীর নাম রাম কিষন রাম। ইতিমধ্যেই তাঁরা ভবানীপুর থানায় ওই পুলিশকর্মী সহ ২জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন - < Dev on Rape Cases: ‘১৪০ কোটির লজ্জা হওয়া উচিত…’, রাজনৈতিক দল নির্বিশেষে ধর্ষণের কঠিনতম শাস্তির দাবি দেবের >

এবিষয়ে রূপান্তরকামী অধিকার সংগঠনের তরফে রঞ্জিতা সিনহা বলেন, "আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে আমরা একত্রে জড়ো হয়েছিলাম। যেখানে মহিলা কমিশন, পুলিশ-প্রশাসন সব কিছু থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে একজন মহিলা সুরক্ষিত নয়, সেখানে রূপান্তরকামীদের প্রতিনিয়ত হয়রানির মুখে পড়তে হচ্ছে। বহুখেত্রে অভিযোগটুকু দায়ের করা যায় না। প্রতিবাদ সভা থেকে ফেরার সময় রবীন্দ্রসদন মেট্রোতে প্রবেশ করতে গেলে এক আরপিএফ আধিকারিক এক রূপান্তরকামী মহিলার বুক টিপে জানতে চায় এটা আসন না নকল। এই ঘটনার প্রতিবাদ জানাই আমরা। অবশেষে আমরা ভবানিপুর থানায় যাই। সেখানে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর জেনারেল ডায়েরি করতে বলা হয়। কিন্তু আমরা গোটা ঘটনায় তিন জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি"।

kolkata metro transgender
Advertisment