Weekend getaway: এলাকার অনিন্দ্যসুন্দর সৌন্দর্য্যে মোহিত হবেনই! ঢুঁ মারুন কলকাতার কাছেই এই 'মিনি পহেলগাঁও'য়ে

Mini Pahalgam: অসাধারণ এই এলাকাটি দিনে দিনে পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই এলাকা এখন দারুণ ট্রেন্ডিং।

Mini Pahalgam: অসাধারণ এই এলাকাটি দিনে দিনে পর্যটকদের কাছে দারুণ আকর্ষণীয় হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় এই এলাকা এখন দারুণ ট্রেন্ডিং।

author-image
Nilotpal Sil
New Update
Jhalda tourism  ,Mini Pahalgam  ,Purulia travel,  Murguma Dam  ,Ayodhya Hills  ,Chhau dance  ,Jungle safari,  West Bengal tourism,  Nature lovers' destination,  Hill station getaway,ঝালদা পর্যটন,  মিনি পহেলগাঁও  ,পুরুলিয়া ভ্রমণ  ,মুরগুমা ড্যাম,  অযোধ্যা পাহাড়  ,ছৌ নৃত্য,  জঙ্গল সাফারি  ,পশ্চিমবঙ্গ পর্যটন,  প্রকৃতি প্রেমী গন্তব্য,  পাহাড়ি ভ্রমণ

Mini Pahalgam : বাংলার অপূর্ব এই এলাকাই 'মিনি পহেলগাঁও' নামে জনপ্রিয় হয়ে উঠেছে।

West Bengal tourism:ভ্রমণপ্রিয় বাঙালির জন্য বাম্পার খবর! এবার কলকাতার কাছেই আরও এক ফাটাফাটি ট্যুরিস্ট ডেস্টিনেশনের হদিশ রইল বিশেষ এই প্রতিবেদনে। পুরুলিয়ার ঝালদার এই তল্লাট 'মিনি পেহেলগাঁও' নামে দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এই এলাকার অপূর্ব নৈস্বর্গিক শোভা আপনার মন ভরিয়ে দেবে।

Advertisment

 জম্মু-কাশ্মীরের বৈসরন ভ্যালির মতোই এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্য। এখানে বরফ না পেলেও এলাকার অনির্বচনীয় শোভায় মোহিত না হয়ে পারবেন না। চারিদিকে সবুজে সবুজ প্রান্ত আর মাঝে মাঝে রয়েছে ছোট ছোট সব টিলা। আশেপাশে কান পাতলে শুনবেন ময়ূরের ডাকও! সব মিলিয়ে হৃদয় জুড়ানো এক অনুভূতি এনে দেবে পুরুলিয়ার এই মিনি পহেলগাঁও' (Mini Pahalgam)। 

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে পুরুলিয়ার এই 'মিনি পেহেলগাঁও' রীতিমতো ভাইরাল। ভ্রমণপ্রেমীদের কাছে দিনে দিনে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা হয়েছে পুরুলিয়ার (Purulia) ঝালদার ধার এই এলাকা। একেবারে নিরিবিলি শান্ত পরিবেশে পুরুলিয়ার এই মিনি পেহেলগাঁওয়ে কাটিয়ে যেতে পারেন দু'একটা দিন। পর্যটকদের কাছে এখন দারুণ পছন্দের একটি ডেস্টিনেশন হয়ে উঠেছে এই এলাকা।

Advertisment

আরও পড়ুন- Anubrata Mondal: পরপর পুলিশি তলবেও গরহাজির অনুব্রত, বিরোধীদের নিশানায় প্রশাসনের শীর্ষ মহল

পুরুলিয়ার ঝালদা স্টেশনের পাশ দিয়েই প্রায় দুই কিলোমিটার এগোলে ঝালদার পুরনো মাঠ পরবে। এলাকার বাসিন্দারা এটিকে সোনাটাঁরির মাঠ বলেন। এই মাঠই এখন যেন এক টুকরো পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালি হয়ে উঠেছে। এই এলাকার তাকলাগানো  শোভা আপনার মনকে নাড়া দিয়ে যাবে। চারিদিকে সবুজ আর সবুজ, মাঝখানে ছোট ছোট সব টিলা। বরফ কিংবা বড় বড় পাইন গাছ না থাকলেও এখানকার তৃণভূমি আপনাকে পেহেলগাঁওয়ের সেই বৈসরণ ভ্যালির কথা মনে করিয়ে দেবেই দেবে।

আরও পড়ুন- Kolkata News Live Update: করোনা উদ্বেগ বাড়াচ্ছে বাংলাতেও, পরিস্থিতি মোকাবিলায় শুরু মক ড্রিল

প্রাকৃতিক সৌন্দর্য্যের দিক থেকে বাংলার এই প্রান্ত তাবড় সব পর্যটন কেন্দ্রের সঙ্গে রীতিমতো পাল্লা দেবে। সোশ্যাল মিডিয়ায় ঝালদার এই এলাকাটি এখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। আগামী দিনে এই এলাকায় পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

tourism purulia Pahalgam