/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_c6156a.jpg)
দিল্লি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনায় দায় মোদীর ঘাড়েই চাপিয়েছে তৃণমূল।
Delhi Airport Roof Collapse: সাতসকালেই মর্মান্তিক দুর্ঘটনা। দিল্লি বিমানবন্দরে এক নম্বর টার্মিনালের ছাদের একাংশ ভেঙে পড়ে দাঁড়িয়ে থাকা গাড়ির উপর। ঘটনার জেরে একজনের মৃত্যুর খবর হয়েছে বলেই সরকারি ভাবে জানানো হয়েছে। পাশাপাশি এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। এদিকে দিল্লি বিমানবন্দরে মর্মান্তিক দুর্ঘটনার দায় মোদীর ঘাড়েই চাপিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে দাবি করেছেন, দিল্লি বিমানবন্দরের মর্মান্তিক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
SHOCKING & tragic news this morning.
The roof at Delhi Airport’s has T1 collapsed this morning and, until now, 3 people are reported dead.
For election campaigning, Modi had hurriedly “inaugurated” T1 in March even while it was under construction.
𝐖𝐡𝐲 𝐬𝐡𝐨𝐮𝐥𝐝𝐧’𝐭… pic.twitter.com/mx9NQNbush— Saket Gokhale MP (@SaketGokhale) June 28, 2024
সাকেত গোখলে দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনার কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, 'নির্বাচনের জন্যে ১০ মার্চ তড়িঘড়ি দিল্লি বিমানবন্দরের সম্প্রসারিত অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'। সেই অংশ ভেঙে দুর্ঘটনায় মৃত্যুর জেরে কেন মোদীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে না সেই প্রশ্নও তুলেছেন তিনি। পাশাপাশি তৃণমূল সাংসদের দাবি, ভোট প্রচারের জন্য তড়িঘড়ি উদ্বোধন এই তিনজনের মৃত্যুর জন্য দায়ি। তৃণমূল সাংসদের এমন অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন : <India Book of Records: ‘নজিরবিহীন সাফল্য’ বঙ্গ তনয়ার!তাক লাগানো প্রতিভায় ছিনিয়ে নিলেন ‘শ্রেষ্ঠত্বের মুকুট’ >
দুর্ঘটনায় এখনও পর্যন্ত যা খবর, তাতে জানা গিয়েছে আট থেকে নয়জন আহত এবং একজনের মৃত্যু হয়েছে। আহত তিনজনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সময়ে সিআইএসএফ, দিল্লি পুলিশ এবং দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেছে উদ্ধারকাজ।
এদিকে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। তিনি সোশ্যাল মিডিয়ায় এক্স-এ এক ট্যুইট বার্তায় লিখেছেন, "আমি ব্যক্তিগতভাবে দিল্লি বিমানবন্দরে ছাদ ভেঙে পড়ার ঘটনা পর্যবেক্ষণ করছি। সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য এয়ারলাইন্স সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে, আহতদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও জারি রয়েছে ।"
দমকল বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার ভোর সাড়ে ৫টা নাগাদ আইজিআই বিমানবন্দরের টার্মিনাল ওয়ানে এই দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ৫টা নাগাদ দিল্লি বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালের ছাদের একাংশ ধসে পড়ে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে যানবাহনের নীচে আটকে পড়া মানুষকে উদ্ধার করা হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে।