Advertisment

TMC VS BJP: রাতারাতি উধাও নীল-সাদা, পঞ্চায়েতের ভবনের রঙ বিতর্কে তুঙ্গে রাজনৈতিক চর্চা

Bhabuk Panchayat: পুরাতন মালদা ব্লকের আদিবাসী অধ্যুষিত ভাবুক গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত । আর সেই গ্রাম পঞ্চায়েতের ভবন সরকারি অর্থ ৭০ হাজার টাকা ব্যয়ে গেরুয়া রং করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে

author-image
Madhumita Dey
New Update
Bhabuk Panchayat

রাতারাতি উধাও নীল-সাদা, পঞ্চায়েতের ভবনের রঙ বিতর্কে তুঙ্গে রাজনৈতিক চর্চা

Bhabuk Panchayat: গ্রাম পঞ্চায়েত ভবন যেন গেরুয়া রঙের বিজেপি পার্টি অফিস ।  নীল সাদা রং মুছে গেরুয়া রংয়ের ভবন তৈরি হতেই বিজেপি পরিচালিত ভাবুক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। 

Advertisment

পুরাতন মালদা ব্লকের আদিবাসী অধ্যুষিত ভাবুক গ্রাম পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত । আর সেই গ্রাম পঞ্চায়েতের ভবন সরকারি অর্থ ৭০ হাজার টাকা ব্যয়ে গেরুয়া রং করার ঘটনাকে ঘিরে রাজনৈতিক সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় তৃণমূলের অভিযোগ , নীল সাদা রং মুছে গেরুয়া রং করে পঞ্চায়েত দপ্তরকে পার্টি অফিস করেছে বিজেপি। এজন্য রাজ্য সরকার ওই গ্রাম পঞ্চায়েতকে টাকা দেওয়া বন্ধ করুক।  

বিজেপির বক্তব্য, পঞ্চায়েত হচ্ছে স্বশাসিত সংস্থা। তাই সেখানে কেউ রং নির্ধারণ করতে পারবে না। স্থানীয় পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, ভাবুক গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি আসন রয়েছে। গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১১ টি আসন পেয়েছিল বিজেপি। ৭টি আসন পায় তৃণমূল এবং একটি নির্দলের দখলে রয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতায় ভাবুক গ্রাম পঞ্চায়েতটি দখল করে বিজেপি প্রধান রয়েছেন প্রভুনাথ দুবে এবং উপপ্রধান রয়েছেন হেমা রাজবংশী। 

প্রসঙ্গত কয়েক বছরে ভাবুক অঞ্চল বিজেপির শক্ত ঘাঁটি বলেই পরিচিত। বিগত পঞ্চায়েত ভোটে যখন জেলা জুড়ে দেখা গেছে সবুজ ঝড়। তখনো ভাবুক নিজেদের দখলে রেখেছে গেরুয়া শিবির। একক ভাবে এই পঞ্চায়েতে ক্ষমতায় রয়েছে বিজেপি। 

তৃণমূলের ভাবুক অঞ্চল কমিটির সভাপতি দিলীপ হেমব্রম বলেন , আমরা দেখেছি বিভিন্ন সরকারি স্কুল, কলেজ, দপ্তরগুলিতে নীল , সাদা রং রয়েছে। সেখানে এই গ্রাম পঞ্চায়েতের নীল সাদা রং মুছে দিয়ে গেরুয়া রং করা হয়েছে। আসলে ওরা মানুষের উন্নয়ন ছেড়ে সরকারী পঞ্চায়েত ভবনকে  বিজেপির পার্টি অফিস হিসাবে গড়ে তুলেছে। পুরো বিষয়টি নিয়ে পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি। পাশাপাশি এব্যাপারে আরটিআই করা হবে। আমরা চাই দ্রুত যাতে এই পঞ্চায়েতভাবে গেরুয়া রং বদলে নীল সাদা করা হয়।

পুরাতন মালদার ভাবুক অঞ্চলের বিজেপির মন্ডল কমিটির সভাপতি নকুল সরকার বলেন, বিজেপির পঞ্চায়েত সবসময় মানুষের উন্নয়নের কাজ করে চলেছে। কিন্তু শাসক দল তৃণমূল সামান্য রং বদলানোর বিষয় নিয়ে রাজনীতি করছে। পঞ্চায়েত হচ্ছে একটি স্বশাসিত সংস্থা। এখানে সংখ্যাগরিষ্ঠ নির্বাচিত জনপ্রতিনিধিদের অধিকার রয়েছে। আসলে এই গ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিন বিজেপির দখলে রয়েছে। ওদের কাছে কোন ইস্যু না থাকার কারণে এইভাবে রঙের রাজনীতি নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি  চেষ্টা চালাচ্ছে।

Malda
Advertisment