Advertisment

মুখে রাজ্যপালের প্রশংসা, সৌজন্যের বার্তা, তা-ও রাজভবনের চা-বিস্কুট না-পসন্দ অভিষেকদের

আজ চা-বিস্কুট গ্রহণ করেননি, কিন্তু পরে তা গ্রহণের আশ্বাস দিয়েছেন, কবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Abhishek Banerjee withdraws dharna from Raj Bhavan, রাজভবনে চা-বিস্কুট ফেরালেন অভিষেক ব্যানার্জি

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপালের চা-বিস্কুট ফেরালেন তৃণমূলের নেতা-কর্মীরা। সোমবার রাজ্যের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া অর্থ পরিশোধের দাবি নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করেন তৃণমূলের প্রতিনিধিদল। নেতৃত্বে ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সাত জন বঞ্চিতও গিয়েছিলেন রাজভবনে। দিল্লিতে কৃষি ভবনে বঞ্চিতদের যে চিঠির দিস্তা তৃণমূল নেতৃত্ব নিয়ে গিয়েছিলেন, সেই সব চিঠি সোমবার রাজভবনে পৌঁছে দেন তৃণমূল নেতৃত্ব। এতদিন তাঁদের এড়ানোর চেষ্টা করেছেন রাজ্যপাল আনন্দ বোস। কিন্তু, সোমবার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর ধরনামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপাল তাঁদের সঙ্গে এদিন ভালো ব্যবহারই করেছেন।

Advertisment

এই ব্যাপারে ধরনামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্যপাল অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন। সৌজন্য দেখিয়েছেন। রাজ্যপাল আমাদের জন্য চা-সহ খাবার দাবারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু, আমরা ৩০ জনের কেউ কিছু মুখে তুলেনি। ওঁনার উদ্যোগে কেন্দ্র বাংলার বকেয়া দিয়ে দিলেই আমরা সেদিন রাজভবনে যাব। চা-মিষ্টির যে আয়োজন ছিল, তা-ও খাব।' এর আগে গতকালই রাজভবন থেকে তৃণমূলের প্রতিনিধিদের দেখা করার সময় দেওয়া হয়েছিল। বিকেল ৪টার সময় তৃণমূলের প্রতিনিধিদের রাজভবনে দেখা করার সময় দেন রাজ্যপাল। তবে, মোবাইল ফোন নিয়ে যেতে দেওয়া হয়নি।

আরও পড়ুন- মমতার পরামর্শে রাজভবনের কাছ থেকে ধর্না প্রত্যাহার অভিষেকের! কী এমন বললেন রাজ্যপাল?

এর আগে দিল্লিতে কৃষি ভবনে তৃণমূল নেতৃত্ব তাঁদের পরিস্থিতি বিস্তারিত জানাতে মোবাইল ফোনের ব্যবহার করেছিল। লাইভে দেখিয়েছিল, কীভাবে তাঁদের কৃষি ভবন থেকে জোর করে বের করে দিয়ে ধরে নিয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। সোমবার ২০ মিনিট ধরে রাজভবনে বৈঠকের পর তৃণমূল নেতৃত্বের অবশ্য কোনও লাইভ করার দরকার পড়েনি। উলটে, ধরনামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'আমরা বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করার জন্য রাজ্যপালকে দুই সপ্তাহ সময় দিয়েছি।' রাজ্যপাল তাঁদের জানিয়েছেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের মানুষকে কেন বকেয়া টাকা দেওয়া হচ্ছে না, তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জেনে নেবেন।

abhishek banerjee cv ananda bose
Advertisment