কার্টুন নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গে। তবে এবার জনসংযোগ বাড়াতে সেই কার্টুনেই ফিরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি 'দিদিকে বলো' কর্মসূচীকে আরও জনপ্রিয় করতে কার্টুন চিত্রের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। তবে শুধু কার্টুনই নয় টি-শার্ট, ভিসিটিং কার্ডেও চলছে জোরদাড় প্রচার। বিধানসভা ভোটের আগে দলের বাঁধন পোক্ত করে জনসাধারণের কাছে পৌঁছে যেতে একাধিক উদ্যোগ নিয়েছেন তৃণমূল সুপ্রিমো। জনসংযোগ বাড়াতে জেলার দলীয় নেতাদেরও গ্রামাঞ্চল পরিদর্শন, জনসমাবেশ এবং রাত্রিযাপন করারও নির্দেশ দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আপনি কি কোনও সমস্যায় পড়েছেন? বুঝতে পারছেন না কাকে জানাবেন? সরাসরি যোগাযোগ করুন দিদির সাথে এই নম্বরে ৯১৩৭০৯১৩৭০।অথবা লগ ইন করুন এই ওয়েবসাইটে https://t.co/RuNTCth4kh
যদি কোনও কারণে আপনার কল নিতে আমরা সক্ষম না হই, চিন্তা করবেন না। আমাদের তরফে আপনাকে যোগাযোগ করা হবে। #DidiKeBolo pic.twitter.com/QZVntH9ZeP— Didi Ke Bolo (@DidiKeBolo) August 3, 2019
বঙ্গে বিজেপি হাওয়া রুখতে বিধানসভা ভোটের আগে ভোটকুশলী প্রশান্ত কিশোরের পরামর্শেই কার্টুনে প্রচার তৃণমূলের, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রচারের প্রথম ধাপে 'দিদিকে বলো' বার্তা দিয়েই কার্টুনটি তৈরি করা হয়েছে। কার্টুনের কোলাজটিতে দেখা যাচ্ছে, গ্রামবাংলার একজন ব্যক্তি যিনি সমস্যায় পড়েছেন। তাঁর প্রতিবেশী তাঁকে দিদিকে বলো টোল ফ্রি নম্বরটিতে ফোন করার পরামর্শ দিচ্ছেন এবং পরবর্তীতে তাঁর সেই সমস্যার কথা পড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- এক ক্লিকে বদল বাড়ির মালিকানা, নয়া ডিজিটাল উদ্যোগ কলকাতা পুরসভার
তৃণমূলের এক শীর্ষস্থানীয় নেতার কথায়, "একগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর উপায়। কার্টুনটি বাংলা ভাষায় করা হয়েছে, কারণ এটা আমাদের রাজ্যে ব্যবহৃত ভাষা। এখানে দেখানো হচ্ছে যে কীভাবে একজন সাধারণ মানুষ কোনও সমস্যায় পড়লে কীভাবে টোল ফ্রি নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে দিদির কাছে সেটাই বলা হয়েছে। কার্টুনের মধ্যে দিয়ে মানুষের কাছে পৌছনো অনেক সহজ"। ইতিমধ্যেই তৃণমূল নেত্রীর নির্দেশমতো দলের নেতারা প্রায় জেলা পরিদর্শন কর্মসূচীও শুরু করে দিয়েছেন। এমনকি বেশ কিছু গ্রামের লোকেরা দলীয় নেতাদের কাছে তাঁদের অভিযোগও নথিভুক্ত করেছে বলে জানা যাচ্ছে।
এমনকি মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে গ্রামে জনসংযোগ বাড়াতে গিয়ে ফুলবাড়ি গ্রামে গিয়ে গ্রামবাসীদের গানও গেয়ে শোনান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। সেখানকার স্থানীয় কিছু নেতার দুর্নীতিমূলক আচরণ নিয়ে মন্ত্রীর কাছে ক্ষোভ প্রকাশও করেন স্থানীয় বাসিন্দারা। পর্যটনমন্ত্রীর বক্তব্য, "আমি সেখানে গিয়েছিলাম মুখ্যমন্ত্রীর বার্তা সকলের কাছে পৌঁছে দিতে। কিছু লোক আমাকে গান করতে অনুরোধ জানায়, তাই বাধ্য হয়েই গান গেয়েছি। আমরা জনগণকে টোল ফ্রি নম্বরে কল করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেও অনুরোধ করেছি"। সূত্রের খবর, রাজ্যের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নদিয়ায় সভা করে স্থানীয় জনগণ এবং দলীয় কর্মীদের সঙ্গেও বৈঠক করেন।