নন্দীগ্রামের কেন্দামারি-জালপাইয়ের গঙ্গামেলার ঘাটে মাছ ধরার ট্রলার ডুবে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। নিখোঁজ তিন জন। মৃত প্রদীপ মান্না কাঁথির বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ হলদি নদীর পারে গঙ্গামেলা ঘাটে ট্রলার নোঙর করার সময়ই পলিতে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটাগ্রস্ত ট্রালে ছিলেন ১৪ জন মৎস্যজী।
উপকূল রক্ষী বাহিনী এবং এনডিআরএফ দল উদ্ধারকাজে নেমে ৯ জনকে জীবন্ত উদ্ধার করেছে। নৌকাডুবিতে একজনের প্রাণ গিয়েছে। খোঁজ মেলেনি তিন জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
নিখোঁজ তিনজন মৎসজীবীর সন্ধানে রবিবার সকাল থেকেই উদ্ধারকাজ চলছে। হোভারক্রাফট নিয়ে মাঝ সমুদ্রে তল্লাশি চালানো হচ্ছে। জীবন্ত উদ্ধার হওয়া ন'জনের মধ্যে বেশ কয়েজন অসুস্থ। তাঁদের হাসপাতালেভর্তি করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন