/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/viswa-759.jpg)
ফাইল ছবি।
বিশ্বভারতীতে পৌষ মেলার মাঠে পাঁচিল তোলাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল। পাঁচিল তুলে মেলার মাঠ ঘেরার প্রতিবাদে করতে গিয়ে বিশ্বভারতীতে কার্যত তাণ্ডব চালানোর অভিযোগ উঠল কয়েকশো বিক্ষোভকারীর বিরুদ্ধে। সূত্রের খবর, শান্তিনিকেতনে প্রায় ৪ হাজার মানুষ এদিন জড়ো হয়ে বিশ্ববিদ্য়ালয়ের ক্য়াম্পাসে রীতিমতো ভাঙচুর চালান। জেসিবি মেশিন দিয়ে বিশ্বভারতীর একটি গেট ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্য়পাল জগদীপ ধনকড়। বিশ্বভারতীর ঘটনায় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে টুইটারে জানিয়েছেন ধনকড়। টুইটারে তিনি লিখেছেন, ''বিশ্বভারতীর পরিস্থিতি নিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। প্রশাসনিক পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন উনি''।
আরও পড়ুন: নজরদারিতে রাজভবন, অভিযোগ রাজ্যপাল ধনকড়ের
Just had word with Chief Minister over Visva Bharati worsening law and order scenario. She has assured that administration @MamataOfficial will take all steps to restore law and order. Am sure those enjoined with task will rise to the occasion.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) August 17, 2020
এদিকে, বিশ্বভারতীতে ভাঙচুরের সময় সেখানে দুবারজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি উপস্থিত ছিলেন বলে খবর। যদিও এ ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। বিশ্বভারতীর উপাচার্য বিদ্য়ুৎ চক্রবর্তী ও মুখপাত্র অনির্বাণ সরকারের ফোনে জবাব মেলেনি।
সূত্রের খবর, পৌষ মেলার মাঠ ঘেরার সিদ্ধান্ত নিয়েছেন বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ। সোমবার সকাল থেকেই পাঁচিল তৈরির কাজ শুরু হয়। এর বিরোধিতা জানায় স্থানীয় ব্য়বসায়ী সমিতি। উল্লেখ্য়, এ বছর পৌষ মেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষ।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন