বিরাট বিপদের মুখে মার্কিন প্রেসিডেন্ট, ট্রাম্পের কপ্টারে যান্ত্রিক ত্রুটি, তড়িঘড়ি জরুরি অবতরণ

বিরাট দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা। ব্রিটেন সফর শেষে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার, মেরিন ওয়ান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিরাট দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা। ব্রিটেন সফর শেষে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার, মেরিন ওয়ান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বিরাট বিপদের মুখে মার্কিন প্রেসিডেন্ট

ব্রিটেন থেকে ফেরার সময় ট্রাম্পের হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি, তড়িঘড়ি জরুরি অবতরণ।

Advertisment

Asia Cup 2025 Super 4 Fixture: শুরু হচ্ছে সুপার ৪-এর মহাযুদ্ধ, কবে-কার বিরুদ্ধে খেলতে নামবে ভারত? 

বিরাট দুর্ঘটনা থেকে কোনমতে রক্ষা। ব্রিটেন সফর শেষে ফেরার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হেলিকপ্টার, মেরিন ওয়ান যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। জানা গিয়েছে কপ্টারটিতে  হাইড্রোলিকের সমস্যা দেখা যায়। যার কারণে কপ্টারটি  জরুরি অবতরণ করতে বাধ্য হয়। লন্ডনের কাছে লুটন এয়ারফিল্ডের কাছে এই ঘটনাটি ঘটে। ঘটনার সময় ফার্স্ট লেডি মেলানিয়াও ট্রাম্পের সঙ্গে ছিলেন বলেই জানা গিয়েছে। হোয়াইট হাউসের মতে, ট্রাম্পকে স্ট্যানস্টেড বিমানবন্দরে নিয়ে যাওয়ার সময় তার হেলিকপ্টারে কিছু যান্ত্রিক সমস্যা দেখা দেয়। হাইড্রোলিক সমস্যার কারণে ট্রাম্পের হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এরপর ট্রাম্পকে একটি বিকল্প হেলিকপ্টারে স্ট্যানস্টেডে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তিনি ওয়াশিংটনের উদ্দেশ্যে এয়ার ফোর্স ওয়ানে ওঠেন। 

Advertisment

West Bengal News Live Updates: পুজোর মুখে চর্চায় SSC-এর নিয়োগ দুর্নীতি মামলা, আজ পার্থদের বিচারপ্রক্রিয়া শুরু

লন্ডন সফরের শেষে বড়সড় বিপদের মুখে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটেন থেকে ফেরার পথে ট্রাম্পের হেলিকপ্টার মেরিন ওয়ান-এ হঠাৎই কারিগরি ত্রুটি ধরা পড়ে। হাইড্রোলিক সমস্যার কারণে হেলিকপ্টারটিকে লন্ডনের লুটন বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়। ঘটনাস্থলে ফার্স্ট লেডি মেলানিয়াও ট্রাম্পের সঙ্গে ছিলেন। তবে এই ঘটনায় কেউ আহত হননি। পরে ট্রাম্পকে অন্য একটি হেলিকপ্টারে স্ট্যানস্টেডে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তিনি এয়ার ফোর্স ওয়ানে উঠে ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন।

ঘটনার পর হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের হেলিকপ্টারে হাইড্রোলিক সমস্যার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। যদিও তা গুরুতর ছিল না, তবুও নিরাপত্তার স্বার্থে অবতরণ করা হয়।

আম্বানির বিরুদ্ধে চার্জশিট দাখিল CBI-এর! পদক্ষেপে দেশজুড়ে তোলপাড়

সফর শেষে ট্রাম্প ব্রিটেনের উষ্ণ আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমাদের দুই দেশের সম্পর্ক পৃথিবীর অন্য যে কোন দেশের থেকে ভালো।” অন্যদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টর্মারের সঙ্গে বৈঠকে দুই নেতা বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিকে উভয় দেশই ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে আখ্যা দিয়েছে।

ট্রাম্প ও স্টর্মারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত এবং ইস্পাত আমদানির ওপর মার্কিন শুল্ক নিয়েও আলোচনা হয়। স্টর্মার জানান, ব্রিটিশ ও আমেরিকানরা কাঁধে কাঁধ মিলিয়ে ইতিহাসের গতিপথ বদলাচ্ছে, আর সেই পথনির্দেশ আসছে স্বাধীনতা, গণতন্ত্র এবং আইনের শাসনের মতো মূল্যবোধ থেকেই। 

Historic Bridge: ঐতিহ্যের নির্মাণে রঙের ছোঁয়া, দুর্গোৎসবের আগে কচিকাঁচাদের তুলির আঁচড় রবীন্দ্রনাথ-গান্ধীর স্মৃতি বিজড়িত সেতুতে

Donald Trump Trump