Advertisment

Sonarpur News: জামালের সুইমিং পুলে কচ্ছপ, অভিযানে গিয়ে কী অভিজ্ঞতা বনদফতরের?

Jamaluddin Sardar: এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা বলেই পরিচিত জামালউদ্দিন সরদার। সন্দেশখালির একদা বেতাজ বাদশা শেখ শাহজাহানের কায়দায় বাড়িতেই সালিশি সভা বসাত জামাল। তার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এলাকার একটা বড় অংশের বাসিন্দাদের। মহিলারাও জামালের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
turtle in the swimming pool of Jamal Sardars house in Sonarpur, সোনারপুর, জামালউদ্দিন সরদার, কচ্ছপ

সোনারপুরে জামালউদ্দিন সরদারের সুইমিংপুলে কচ্ছপ উদ্ধার।

Sonarpur News: সোনারপুরে তৃণমূল নেতা জামালউদ্দিন সরদারের বাড়িতে বিভিন্ন প্রজাতির জীব জন্তুর হদিশ মেলে। বুধবার রাতেই জামাল সরদারের বাড়ির সুইমিংপুলে থাকা কচ্ছপ উদ্ধারে তৎপর হয় বনদফতর।

Advertisment

DFO মিলন মণ্ডলের নির্দেশে বারুইপুর রেঞ্জ অফিস থেকে একটি ৬ সদস্যের দল প্রথমে সোনারপুর থানায় যায়। তারপর জামাল সরদারের বাড়িতে অভিযানে যান তাঁরা। তাঁদের হাতে ছিল জাল ও কচ্ছপ উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অন্যান্য সামগ্রীও।

যদিও গতকাল রাত ১০ থেকে প্রায় সাড়ে ১১ অবধি অপেক্ষা করার পর তাঁরা ফিরে যান। কারণ, জামাল সরদারের 'রাজপ্রাসাদের' গেটে তালা দেওয়া ছিল। অবশেষে আড়াই ঘণ্টা অপেক্ষার পর গেটের চাবি না পাওয়ার কারণে কচ্ছপ উদ্ধার না করেই ফিরে যেতে হয় বনদফতরের দলটিকে। আর সেখানেই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন- Suvendu Adhikari: BJP-তে সংখ্যালঘু মোর্চা চান না শুভেন্দু, এই প্রসঙ্গে এতদিনে কী বললেন তথাগত?

তবে জানা গিয়েছে, জামাল সরদারের বিরুদ্ধে এবার কঠিন আইন প্রয়োগ করতে চলেছে বনদফতর। তার বিরুদ্ধে 'ওয়াইল্ড লাইফ প্রোটেকশন' ধারায় মামলা রুজু করা হবে বলে বনাধিকারিকরা জানিয়েছেন। বনদফতর সূত্রে জানা গিয়েছে, বেআইনিভাবে বাড়িতে কচ্ছপ পোষার জন্য জামাল সরদারের সর্বোচ্চ ৩ থেকে ৭ বছরের জেল ও ২৫ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

আরও পড়ুন- শাসক-ঘনিষ্ঠ বাহুবলীদের চোখ রাঙানিতে নাভিশ্বাস! শাহজাহান, সাদ্দাম, জামালদের দাপটের শেষ কোথায়?

turtle Sonarpur jamal sardar
Advertisment