Advertisment

পূর্ব মেদিনীপুরে জোড়া বাস দুর্ঘটনায় আহত ৫০

প্রথম ঘটনাস্থলের অদূরেই রামনগর দমকল বিভাগের অফিস। সেখানকার কর্মীরা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। তাঁদের জন্যই আজকের দুর্ঘটনায় একটিও প্রাণহানি ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীদের মত।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শুক্রবার ভোরে রামনগরের ফতেপুরের কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৫০ জন যাত্রী। আহতদের রামনগর হাসপাতালের পাশাপাশি কাঁথি ও দিঘা স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই।

Advertisment

পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, সকালে দিঘা থেকে মা ভবানী নামের এসি বাসটি বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল যাত্রী নিয়ে। অন্যদিকে ঝাড়গ্রাম থেকে পর্যটক নিয়ে আসছিল একটি বাস।ঘন কুয়াশার মাঝে রামনগরের ফতেপুরের কাছে প্রচন্ড গতিতে থাকা বাস দুটির মুখোমুখি ধাক্কা লেগে যায়। এর ফলে দুই বাসে থাকা প্রায় সমস্ত যাত্রীই গুরুতরভাবে আহত হন।

আরও পড়ুন: সাতসকালে চন্দ্রকোণায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

ঘটনাস্থলের অদূরেই রামনগর দমকল বিভাগের অফিস। দুর্ঘটনার সংবাদ পেয়েই সেখানকার কর্মীরা দ্রুত ছুটে যান ঘটনাস্থলে। তাঁদের তৎপরতাতেই আজকের দুর্ঘটনায় একটিও প্রাণহানি ঘটে নি বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আহতদের উদ্ধার করে রামনগর হাসপাতালের পাশাপাশি দিঘা ও কাঁথি হাসপাতালেও পাঠানো হয়েছে।

অপরদিকে এদিন ভোরে আরও একটি দুর্ঘটনা ঘটেছে কাঁথি শহরের বাইপাসে। উত্তর ২৪ পরগণার হাবড়া থেকে আসা দীঘা গামী পর্যটক বোঝাই একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বটগাছে ধাক্কা মারে। ঘন কুয়াশার কারণেই এমন ঘটনা বলে দাবি যাত্রীদের। দুর্ঘটনায় গাড়ির চালক সহ মোট ২৩ জন সকলেই কম বেশি আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। শিশু মহিলা সহ বাকিরা এখন কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

bus accident west bengal transport minister
Advertisment