ব্যারাকপুর শুটআউট কাণ্ডে গ্রেফতার ২। খুনে ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। আগেই এই ঘটনায় তিনজনকে আটক করেছিল পুলিশ। তাদের মধ্যেই একজন গ্রেফতার হয়। পরে আরও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের জেরা করে যুবক খুনে জড়িত সব দুষ্কৃতীর হদিশ পেতে মরিয়া ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। তবে এই খুনের পিছনে ঝাড়খণ্ডের দুষ্কৃতীরাও যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা পুলিশের।
গত বুধবার ভরসন্ধেয় ব্যারাকপুরের ব্যস্ত আনন্দপুরী এলাকায় সোনার দোকানে ডাকাতি করতে ঢুকেছিল দুষ্কৃতীরা। ডাকাতিতে বাধা দিতে গেলে দোকানমালিকের ছেলেকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। সেই ঘটানার তদন্তে নেমে ঘটনার দেড় দিনের মাথায় খুনে অভিযুক্ত দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন- খালি মায়ের কোল! স্বপ্ন চুরমার ঐন্দ্রিলার! ব্যারাকপুরে নিহত যুবকের শ্বশুরবাড়িতে হাহাকার
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি (সেন্ট্রাল) সাংবাদিকদের জানিয়েছেন, আগে ৩ জনকে আটক করা হয়েছিল। পরে তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়। পরে আরও একজনকে গ্রেফতার করা হয়। বাকি দুষ্কৃতীদেরও দ্রুত ধরা হবে বলে তিনি আশাবাদী। ব্যারাকপুরে নীলাদ্রি সিংহ নামে ওই যুবককে খুনের অভিযোগে উত্তর ২৪ পরগনা রহড়া থেকে ধরা হয়েছে সফি খান নামে এক দুষ্কৃতীকে। তাকে জেরা করে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছে জামশেদ আনসারি নামে আরও এক দুষ্কৃতীকে।
আরও পড়ুন- চাঞ্চল্যকর তথ্য ED-র হাতে? তড়িঘড়ি তলব ‘কালীঘাটের কাকু’-কে
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার ব্যারাকপুরে ওই সোনার দোকানের ১.৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজকে ঢাল করেই এই গ্রেফতারি। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট হয়নি। খুনে ব্যবহৃত একটি বাইক পুলিশ বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ধৃত দু'জনই খুনে সরাসরি জড়িত। ধৃত সফি খান নামে ওই দুষ্কৃতী কামারহাটির বাসিন্দা। তবে সে ঝাড়খণ্ডে আত্মীয়ের বাড়িতেই বেশি থাকত। ব্যারাকপুরে এই খুনের ঘটনায় ঝড়খণ্ডের দুষ্কৃতীরাও জড়িত বলে সন্দেহ পুলিশের।
আরও পড়ুন- ‘আর কতদিন ওকে কোলে নিয়ে ঘুরবেন মমতা ব্যানার্জি?’ দিলীপের নিশানায় অভিষেক
এদিকে, ব্যারাকপুরের এই রোমহর্ষক খুন নিয়ে মুখ খুলেছেন তৃণমূল সাসংদ সৌগত রায়। তাঁর তত্ত্ব, ''শিল্পাঞ্চল এলাকায় কারখানা বন্ধ হয়ে গেলে তরুণদের মধ্যে অপরাধ-প্রবণতা বাড়ে। কর্মহীন তরুণরা অপরাধের দিকে ধাবিত হয়। নিয়োগ কমে গেলেই কিছু ছেলে বের হয়ে আসবে। তারা অপরাধের দিকে যাবে। অন্য জায়গায় তো এত অপরাধ হয় না। পুলিশকে দেখতে হবে।''