কোচবিহার জেলার সিতাই বিধানসভার অন্তর্গত চামটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুঞ্জোরিরচওড়া এলাকায় ২৯ নং গেটের কাছ থেকে উদ্ধার ৩টি দেহ। নিহতদের মধ্যে দু'জন বাংলাদেশী এবং একজন ভারতীয়। এরা গরু পাচারকারী বলে জানা গিয়েছে। বিএসেফের গুলিতে পাচারকারীদের মৃত্যু বলে দাবি করা হলেও তা মানেনি সীমান্ত রক্ষী বাহিনী।
জানা গিয়েছে, গরু পাচার করার সময় বিএসএফের ৭৫ নম্বর ব্যাটেলিয়ানের কর্তব্যরত জওয়ানদের পাথর ছুঁড়েছিল পাচারকারীরা থাকে। অভিযুক্তরা কাঁটাতারের বেড়ার খুব কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ জওয়ানরা পাল্টা গুলি ছোঁড়েন। এতেই নাকি মৃত্যু হয় ৩ পাচারকারীর। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলের পৌঁছায় পুলিশের বিশেষ দল।
পাচারকারীদের ছোঁড়া পাথরে এক বিএসএফ জওয়ানও জখম হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএসএফের মুখপাত্র বলেছেন, 'শুক্রবার ভোর ৩টে নাগাদ এই ঘটনা ঘঠেছে। বাংলাদেশের দিক থেকে সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এপারে প্রবেশ করেছিল ও গরু পাচারের চেষ্টা করছিল। তখনই আমাদের জওয়ানরা তা বাধা দিলে দুষ্কৃতীরা পাথর ছোঁড়ে। রড দিয়ে আক্রমণ করে। তাদের থামতে বলা হয়েছিল। কিন্তু ওরা শোনেনি। পাল্টা শূ্যে গুলি চালায় জওয়ানরা। পরে দুই দুষ্কৃতীর দেহ সীমান্ত থেকে উদ্ধার হয়েছে।'
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন