গ্রামে প্রায়সই হানা দিচ্ছিল গরু চোর। ন'মাসে পাঁচ বার গ্রামের গৃহস্থের গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। পনের দিন আগেও গ্রামের এক গোপালকের গরু চুরি যায়। এনিয়ে ক্ষোভে ফুঁসছিল পূর্ব বর্ধমানের জামালপুর থানার নবগ্রামেরর দক্ষিণ ময়না গ্রামের বাসিন্দারা। একাধিক গরু চুরির পরও খান্ত হয়নি চোরেরা। শেষপর্যন্ত অতি লোভই কাল হলো। শুক্রবার গভীর রাতে গ্রামের বাসিন্দার গোয়াল ঘর থেকে মোষ চুরি করতে এলে চোরেদের উপর জনরোষ আছড়ে পরে। খবর পেয়ে জামালপুর থানার পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক দুই মোষ চোরকে মৃত বলে ঘোষণা করেন।
জেলার পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গরু চোর সন্দেহে গণ প্রহারে দু’জনের মৃত্যু হয়েছে । পুলিশ দু'টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মৃত দুই ব্যক্তি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই জোড়া মৃত্যুর ঘটনা নিয়ে স্পেসিফিক ধারায় সুয়োমোটো মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি মালবাহী গাড়ি নিয়ে ৩-৪ জনের একটি দল গ্রামে ঢুকেছিল। ওই গাড়ি এবং বাকিদের সন্ধান চালানো হচ্ছে।
জামালপুর ব্লকের জৌগ্রাম গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত গ্রাম দক্ষিণ ময়না। এই গ্রামের বহু মানুষ গরু ও মোষ প্রতিপালন করে জীবিকা নির্বাহ করেন। গ্রামের বাসিন্দা নানু ক্ষেত্রপাল বলেন, 'রাতের অন্ধকারে আমাদের গ্রাম থেকে দিনের পর দিন গরু চুরি হচ্ছিল। গত ন'মাসে পাঁচ বার গ্রামের বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরি যায়।এমনকী পনের দিন আগেও গ্রানের এক বাসিন্দার গোয়াল ঘর থেকে গরু চুরি যায়। পুলিশকেও এই চুরির বিষয়ে জানানো হয়েছিল । কিন্তু চোর ধরা না পড়ায় গ্রামের সবাই সতর্ক থাকতেন।' নানু ক্ষেত্রপালের কথায়, 'এমন অবস্থার মধ্যেই শুক্রবার রাত দেড়টা নাগাদ গ্রামের এক বাসিনা বিছানা ছেড়ে বাইরে বাথ্রুমে যেতে গিয়ে দেখেন তাঁর গোয়াল ঘরের তালা ভেঙে মোষ বের করে নিয়ে যাচ্ছে চোরেরা। যা দেখে ওই বাসিন্দা গরুচোর, গরুচোর বলে চিৎকার জুড়ে দেন। সেই চিৎকার শুনে পাশাপাশি বাড়ির লোকজনও গরুচোর বলে ব্যাপক চিৎকার জুড়েদেন। গরু চোর ধরতে ঘর থেকে বেরিয়ে পড়েন গ্রামের বহু বাসিন্দা। তারই মধ্যে গ্রামের একজন পুলিশে খবর দেয়। পুলিশ এলে গরু চোরেরা তাদের গাড়িতে চড়ে পালাতে যায়। পুলিশও চোরেদের গাড়ির পিছনে ধাওয়া করে। তাতে বেকায়দায় পড়ে গিয়ে গাড়ি থেকে নেমে একজন চোর স্থানীয় পুকুরের কছে গিয়ে গা ঢাকা দেওয়ার চোষ্টা করে। প্রায় দেড় দুই হাজার লোক সেখানে জড়ো হয়ে যায়। সেখানে অন্ধকারের মধ্যে কে বা করা ওই দুই গরু চোরকে পিটিয়েছে তা কারুরই জানা সম্ভব নয়। পুলিশের হাতে ওই দু’জনকে তুলে দেওয়া হয়। তার পর কি হয়েছে আমাদের কেউ কিছুই জানে না।'
গ্রামের অপর বাসিন্দা বসিরুদ্দিন মল্লিক বলেন,'শুক্রবার রাত দেড়াটা নাগাদ চোরেদের দল গাড়ি নিয়ে গ্রামে গরু চুরি করতে এসেছিল। এক বাসিন্দার গোয়াল ঘরের দরজার তালা ভেঙে চোরেরা মোষ চুরি করে নিয়ে পালাচ্ছিল। তা জানাজানি হতেই গ্রামের বহু মানুষ গরু চোর ধরতো বেরিয়ে পড়ে। আত্মগোপন করতে দুই গরু চোর এলাকার একটি পুকুরে নেমে পড়ে। সেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিল। শেষপর্যন্ত ওই দুই গরুচোর জনরোষের শিকার হয়।'
ঘটনার পর থেকে এলাকায় পুলিশ পাহারা রয়েছে।