Purba Medinipur: জেল থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যান থেকে পালাল দুই বন্দি। এই ঘটনায় চাঞ্চল্য তমলুকে। জানা গিয়েছে, পলাতক দুই বন্দি অনিমেষ বেরা এবং বিশাল দাস মাদক পাচার মামলায় ধৃত। যদিও এই ঘটনায় পুলিশের গাফিলতির দিকে আঙুল উঠেছে। সূত্রের খবর, মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। তমলুকে ঢোকার মুখে যানজটে আটকে পড়ে প্রিজন ভ্যান। সেই সুযোগে ভ্যানের জানলার রড বেঁকিয়ে চম্পট দেয় ওই দু’জন। পলাতক বন্দিদের সন্ধান পেতে তমলুকের বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে রেখে নাকা তল্লাশি চলানো হচ্ছে। পুলিশের শীর্ষস্তরে প্রশ্ন উঠছে খালি হাতে কীভাবে রড বাঁকাল বন্দিরা?
জানা গিয়েছে, হলদিয়া থেকে এই দুই জনকে গ্রেফতার করায় তমলুকে আদালতে মামলা ওঠে। কিন্তু তমলুক জেলে জায়গা না থাকায়, তাদের মেদিনীপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সেখান থেকেই তমলুক কোর্টে তাদের নিয়ে যাওয়া হচ্ছিল। এদিকে, যানজটে পুলিশকর্মীরা ব্যস্ত হয়ে পড়লে তখনই রড বেঁকিয়ে জানলা দিয়ে ঝাঁপ দেয়। তাতেই টনক নড়ে পুলিশকর্মীদের। এরপর দুই জনের পিছনে ধাওয়া করলেও গাড়ি এবং মানুষের ভিড়ে হারিয়ে যায় তারা।
এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের এসপি অমরনাথ কে বলেন, ‘‘ভ্যানের জানলা গলে পালিয়েছে দুই বন্দি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।’’ তবে এই ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। প্রথম প্রশ্ন আম জনতার নিরাপত্তা নিয়ে। মাদক-কাণ্ডের অভিযুক্তদের বদলে, এরা যদি আরও দাগি হত তাহলে কী হতো? কীভাবে খালি হাতেই জানলার রড বাঁকাল তারা? প্রিজন ভ্যানের ভিতরে থাকা সশস্ত্র পুলিশকর্মীরা কী
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন