Adenovirus Death: আতঙ্ক চরমে, ফের অ্যাডিনোভাইরাস প্রাণ কাড়ল দুই শিশুর

কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতার পৃথক দুই হাসপাতালে দুই শিশুর মৃত্যু।

কয়েক ঘণ্টার ব্যবধানে কলকাতার পৃথক দুই হাসপাতালে দুই শিশুর মৃত্যু।

author-image
IE Bangla Web Desk
New Update
amid adenovirus scare one more child died at bc roy hospital

আতঙ্ক তুঙ্গে তুলেছে অ্যাডিনোভাইরাস।

ফের অ্যাডিনোভাইরাসে শিশু মৃত্যু রাজ্যে। কলকাতার দুটি পৃথক হাসপাতালে দুই শিশুর মৃত্যু ঘিরে উদ্বেগ এবার চরমে। শহর থেকে জেলা, ক্রমেই থাবা চওড়া করছে এই ভাইরাস। এর আগেও অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এবার ফের একবার কয়েক ঘণ্টার ব্যবধানে মারণ এই ভাইরাস প্রাণ কাড়ল দুই একরত্তির।

Advertisment

শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে ৯ মাসের একটি শিশুকন্যার অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ওই শিশুর পরিবারের তরফে অবশ্য ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। পরিবারের সদস্যরা জানিয়েছেন ২ ফেব্রুয়ারি জ্বর থাকায় শিশুটিকে বিসি রায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে ১৪ তারিখে ফের শিশুটির জ্বর আসে। দেরি না করে তড়িঘড়ি পরিবারের সদস্যরা তাকে ফের হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুন- ‘প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে’, বিরাট হুমকি শুভেন্দুর

Advertisment

অভিযোগ, সেই সময়ে হাসপাতালে ভর্তি করানো হয়নি। আউটডোর থেকে শিশুটিকে দেখে কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে ১৯ তারিখ শিশুটির শারীরিক পরিস্থিতির আরও অবনতি হলে বিসি রায় হাসাপাতালে ভর্তি করা হয়। যদিও হাসপাতালে সেই সময় আইসিইউ বেড খালি না থাকায় তাকে সেখানে রাখা যায়নি।

এরপর শনিবার রাতে শিশুটির মৃত্যু হয়। শুরুর দিকে ৯ মাসের ওই শিশুকন্যর রোগ নির্ণয় না হাওয়ার জেরেই তাঁর এমন মর্মান্তিক মৃত্যু বলে দাবি পরিবারের। যদিও এব্যাপারে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। এরই পাশাপাশি রবিবার ভোরে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে বছর দেড়েকের একটি শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

kolkata news West Bengal Child death adenovirus