scorecardresearch

নিয়োগ দুর্নীতি: শীঘ্রই বিরাট কিছু হতে যাচ্ছে? কলকাতায় ED-CBI-র শীর্ষ কর্তা

একইসঙ্গে এবার রাজ্যে দুই কেন্দ্রীয় সংস্থার শীর্ষকর্তা।

two top official of ed and cbi is in kolkata
কলকাতায় দুই কেন্দ্রীয় সংস্থার শীর্ষকর্তা।

একইসঙ্গে এবার রাজ্যে দুই কেন্দ্রীয় সংস্থার শীর্ষকর্তা। কলকাতায় সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। শহরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির ডিরেক্টর সঞ্জয় মিশ্রও। সূত্রের খবর, এরাজ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত নিয়েই তদন্তকারী অফিসারদের সঙ্গে জরুরি আলোচনায় দুই প্রধান।

নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও উঠে এসেছে। সূত্রের খবর, ধৃতদের জেরা করে মেলা তথ্যের ভিত্তিতে একাধিক প্রভাবশালীর নামও উঠে এসেছে বলে গুঞ্জন তীব্র। অন্যদিকে, ভরা আদালতে সিবিআই-ইডির তদন্তের ধরন নিয়ে এর আগে একাধিকবার প্রশ্ন তুলতেও দেখা গিয়েছে বিচারপতিদের।

আরও পড়ুন- ফুটবলের সাইজের টিউমারে দম বন্ধের জোগাড়! জটিল অস্ত্রোপচারে যুবককে ‘প্রাণদান’

কখনও বিচারপতি বিশ্বজিৎ বসু নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন সিবিআইয়ের বিরুদ্ধে। কখনও আবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে নিয়োগের দুর্নীতির তদন্তের ধরনে রুষ্ট হয়ে সিবিআই সিটের অফিসারকেই সরিয়ে দিয়েছেন। সব মিলিয়ে নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে একাধিকবার খোদ কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে দুই কেন্দ্রীয় সংস্থাকে।

আরও পড়ুন- সমাবর্তনেও অশান্তি বিশ্বভারতীতে, রাজনাথের উপস্থিতিতে বিক্ষোভ প্রাক্তনীদের

এই আবহেই শহরে ইডি-সিবিআইয়ের দুই শীর্ষ কর্তা। এরাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে দুই কেন্দ্রীয় সংস্থাই তদন্তের গতি বাড়িয়েছে। সূত্রের খবর, এবার ইডি ও সিবিআইয়ের শীর্ষ কর্তারা সেই তদন্তের গতি-প্রকৃতি নিয়ে আলোচনায়। এখনও পর্যন্ত তদন্তে মেলা তথ্যের উপর ভিত্তি করেই পরবর্তী কার্যক্রম প্রসঙ্গে তদন্তকারী অফিসারদের সঙ্গে কথা দুই সংস্থার শীর্ষকর্তার।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Two top official of ed and cbi is in kolkata