New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/train-pic.jpg)
প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত রেল পরিষেবা। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।
প্যান্টোগ্রাফ ভেঙে ব্যাহত রেল পরিষেবা। ছবি: প্রদীপ চট্টোপাধ্যায়।
পরপর দুটি ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিরাট বিপত্তি। ঝড়ের দাপটে আপ হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস এবং হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেসের প্যান্টোগ্রাফ ভেঙেছে। শুক্রবার সন্ধে ৬টা থেকে বনপাশ স্টেশনেই আটকে সরাইঘাট এক্সপ্রেস। ঝাপটার ঢাল স্টেশনে আটকে হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস। চূড়ান্ত দুর্ভোগে যাত্রীরা। বনপাশ স্টেশন সংলগ্ন রেলগেটটিও আটকে থাকায় স্থানীয়দের দুর্ভোগ মাত্রা ছাড়াচ্ছে।
স্থানীয় ও রেল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধে ৬টা নাগাদ বনপাশ স্টেশন ঢোকার মুখে হঠাৎই প্যান্টোগ্রাফ ভেঙে যায় সরাইঘাট এক্সপ্রেসের। তারপর থেকে ট্রেনটি এখনও আটকে আছে। পূর্বরেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোট ২০২৩: হাইকোর্টের পর্যবেক্ষণে যেন প্রথম বলেই ছক্কা বিরোধীদের!
এই বিপত্তির জেরে আপ বর্ধমান-রামপুরহাট লোকালও আটকে আছে বর্ধমান ও তালিত স্টেশনের মাঝে। আপ বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে বর্ধমান স্টেশনে। এদিন এক ট্রেন যাত্রী গৌরব সিং বলেন, 'আমি মুম্বই থেকে ফিরছি। যাব মালদহে। কিন্তু ট্রেন চলাচল বন্ধ হওয়ায় আমরা সবাই বনপাশ স্টেশনে আটকে পড়েছি।'