ভর সন্ধেবেলা শহরের বহুতল থেকে এক শিশুকে সঙ্গে নিয়ে মরণঝাঁপ দিলেন দুই মহিলা। পোস্তা থানার বড়তলা স্ট্রিট এলাকার একটি বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে সোহিনী দেবী তাপারিয়া নামে ৬২ বছরের এক বৃদ্ধার। জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধার মেয়ে ইন্দিরা মোহতা (৩০)। তবে আশ্চর্যজনকভাবে তাঁর আড়াই বছরের শিশুকন্যা অক্ষত রয়েছে বলে জানা গিয়েছে।
সূত্র মারফৎ জানা গিয়েছে, এদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ পোস্তা থানার বড়তলা স্ট্রিটের একটি বাড়ি থেকে ঝাঁপ দেন সোহিনী দেবী। এরপরই আড়াই বছরের শিশুকে নিয়ে ঝাঁপ দেন সোহিনী দেবীর মেয়ে। ঘটনার পরই সোহিনী দেবীকে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কলকাতা মেডিক্যালেই চিকিৎসাধীন রয়েছেন ইন্দিরা মোহতা।
কী কারণে ঝাঁপ দিলেন তাঁরা? আত্মহত্যা, নাকি এ ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে? এ নিয়ে দানা বেঁধেছে রহস্য। এদিন ঘটনাস্থলে যান কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান প্রবীণ ত্রিপাঠী। তিনি বলেন, "কী কারণে এই ঘটনা তার তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পরই এ ব্যাপারে নিশ্চিতভাবে জানা যাবে।"
অন্যদিকে এ ঘটনায় জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সোহিনীদেবীর মেয়ে ইন্দিরা। তিনি সুস্থ হলে, তাঁর বয়ান রেকর্ড করে এ ঘটনা সম্পর্কে স্পষ্ট হওয়া যাবে বলে মনে করা হচ্ছে।