বর্ষবরণের রাতে গণধর্ষণের শিকার ২, আটক ৫

উত্তর ২৪ পরগণায় ঘরে ঢুকে গণধর্ষণ করা হল বছর ত্রিশের এক মহিলাকে। একই রাতে উত্তর দিনাজপুরে ২৭ বছরের এক মহিলাকে পরপর দু'বার ধর্ষণ করার ঘটনায় ফের লজ্জায় মুখ ঢাকল রাজ্য।

উত্তর ২৪ পরগণায় ঘরে ঢুকে গণধর্ষণ করা হল বছর ত্রিশের এক মহিলাকে। একই রাতে উত্তর দিনাজপুরে ২৭ বছরের এক মহিলাকে পরপর দু'বার ধর্ষণ করার ঘটনায় ফের লজ্জায় মুখ ঢাকল রাজ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

হায়দরাবাদে পশু চিকিৎসককে গণধর্ষণ ও খুনের ঘটনার রেশ এখনও কাটেনি। এর মাঝেই বর্ষবরণের রাতে নৃশংস গণধর্ষণের ঘটনার সাক্ষী হল পশ্চিমবঙ্গ। উত্তর ২৪ পরগণায় ঘরে ঢুকে গণধর্ষণ করা হল বছর ত্রিশের এক মহিলাকে। একই রাতে উত্তর দিনাজপুরে ২৭ বছরের এক মহিলাকে পরপর দু'বার ধর্ষণ করার ঘটনায় ফের লজ্জায় মুখ ঢাকল রাজ্য।

Advertisment

সূত্রের খবর, উত্তর ২৪ পরগণার একাই থাকতেন বছর ত্রিশের মহিলা। বর্ষবরণের রাতে বাড়িতে ছিলেন না তাঁর স্বামী। সেই সময়ে কোনও একটি পিকনিক সেরে পাঁচ মদ্যপ ব্যক্তি জোর করেই ওই মহিলার বাড়িতে ঢুকে পরে। জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে তখন রাত প্রায় ২টো। সূত্রের খবর, মধ্যরাতেই ওই মহিলার চিৎকারের শব্দ কানে আসে প্রতিবেশীদের। সেই সময় বাড়িওয়ালা সেখানে ঢুকতে গেলে তাঁকেও মারধর করে ওই পাঁচ ব্যক্তি। এরপর ওই মহিলাকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়, সেখানেই পাঁচ ব্যক্তির নামে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা।

আরও পড়ুন: বিহারে তরুণ খুনে ধৃত ‘হিন্দু সংগঠনের’ দুই সদস্য

পুলিশ জানিয়েছে, "পাঁচ জনের মধ্য থেকে তিন জনকে সনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন রতন দাস, সৌগত সরকার এবং মৃণাল বিশ্বাস। তিনজনকেই গণধর্ষণের মামলায় গ্রেফতার করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।" ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানিয়েছে, রতন দাস ওরফে টোটা আট মাস আগেই খুনের মামলা থেকে ছাড়া পেয়েছে। তবে বাকি দুই আসামী এখনও পলাতক।

Advertisment

আরও পড়ুন: প্রতিবাদে যুক্ত ছিলেন না, তবু ক্ষতিপূরণ জমা দেওয়ার নোটিস পেলেন আদিল-নাদিম-হাফিজেরা

এদিকে উত্তর দিনাজপুরে সাতাশ বছর বয়সি এক মহিলাকে বর্ষবরণের রাতেই বাড়ি ফেরার সময় ধর্ষণের অভিযোগ উঠেছে। মহিলার অভিযোগ তাঁকে জোর করে মদ্যপান করায় দু'জন ব্যক্তি। এরপর তাঁকে তাঁর কাজের জায়গায় ধর্ষণ করে ওই দুই ব্যক্তি। পরবর্তীতে তাঁকে একটি দূরবর্তী এলাকায় ফেলে দিয়ে যায়। এরপর তাঁকে সাহায্য করার নামে যারা এগিয়ে আসে তাঁরাও তাঁকে ফের ধর্ষণ করে বলেই অভিযোগ করেন ওই নির্যাতিতা মহিলা। বর্তমানে তাঁকে কালিয়াগঞ্জ সাব ডিভিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উত্তর দিনাজপুরের পুলিশ সুপার সুমিত কুমার বলেন, "অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে দু'জনকে গ্রেফতার করা হয়েছে।"

Read the story in English

rape West Bengal