বয়স সবেমাত্র দু’বছর ১০ মাস। এখনও সেভাবে কথা বলতে পারেনা খুদে এই মেয়েটি । তবে এই বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে উত্তর দিনাজপুরের মিশমি রায়।
এই বয়সে গড়গড় করে বলতে পারে ২৪ টি দেশের রাজধানী, ১৮টির বেশি অঙ্গ-প্রত্যঙ্গের নাম-সহ আরও অনেক কিছু। মাত্র এতটুকু বয়সেই একরত্তি তার এই প্রতিভার জেরে সে নাম তুলে নিয়েছে ইণ্ডিয়া বুক অফ রেকর্ডসে।
পশু-পাখির নাম থেকে শুরু করে যানবাহনের নাম-সহ শরীরের নানান অঙ্গ প্রত্যঙ্গের নাম একনাগাড়ে বলতে পারে সে। ঠোঁটের ডগায় ২৪ টি দেশের রাজধানীর নাম। উত্তর দিনাজপুরের দেবীনগর সুকান্ত মোড়ের মিশমি রায়। বাবা-মা আদর করে নাম রেখেছেন চিনি। আর তার এই সাফল্য চমকে দিয়েছে পরিবার থেকে শুরু করে পাড়া প্রতিবেশিকেও।
বাবা সঞ্জয় রায় ব্যবসায়ী। মেয়ের এই সাফল্য প্রসঙ্গে বলেন, 'ছোট থেকে ওর অজানা বিষয়ের ওপর উৎসাহ অনেকটাই বেশি। ওর স্মৃতি শক্তি ছোট থেকেই প্রখর। একবার দেখে শুনেই সব কিছু মনে রাখতে পারে চিনি। জানার ইচ্ছে দেখে ফুল, ফলের নাম অঙ্গ-প্রত্যঙ্গের নাম এমনকি ইংরেজি কবিতাও তাকে শেখাই। মাত্র কয়েক মাসের তালিমে ছোট্ট এই মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের প্রতিভাকে তুলে ধরেছে'।
সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ইমেলের মাধ্যমে চিনির এই কৃতিত্বকে স্বীকৃতি দিয়েছে। কয়েক দিনের মধ্যেই হাতে চলেও আসবে শংসাপত্র। ছোট্ট মিশমির কৃতিত্বে মুগ্ধ সকলে, খুশি পরিবারের লোকজন। মা মামণি রায় জানিয়েছেন, 'আরও উন্নতির শিখরে পৌঁছে যাক মেয়ে একটাই প্রার্থনা'।