Advertisment

ত্রাণ বিলিতে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই যুবকের

জলমগ্ন এলাকায় নৌকায় ত্রাণ নিয়ে গিয়েছিলেন বেশ কয়েকজন। আচমকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসতেই দুর্ঘটনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Two youth died in electrocuted during relief distribution in east medinipur bhupatinagar area

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। ছবি: কৌশিক দাস

জলমগ্ন এলাকায় ত্রাণ বিলি করতে গিয়েছিলেন বেশ কয়েকজন। নদী পথে ত্রাণ বিলি করতে গিয়ে দুর্ঘটনা। বিদ্যুতের তার শরীরে পেঁচিয়ে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ জনের। বিদ্যুতের তারের সংস্পর্শে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ইটাবেড়িয়ার ঘটনা।

Advertisment

নিম্নচাপের বৃষ্টি চলছে গোটা রাজ্যে। একটানা বৃষ্টিতে রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষত নদী তীরবর্তী এলাকাগুলির পরিস্থিতি ভয়াবহ। অতি-বৃষ্টির জেরে নদীর পাড় উপচে জল ঢুকছে গ্রামে। জলবন্দি হাজার-হাজার পরিবার। একটানা বৃষ্টিতে কেলেঘাই নদীর জল উপচে ঢুকেছে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু গ্রামে। ভগবানপুর ১ নং ব্লকের বহু এলাকা জলমগ্ন। ভূপতিনগর থানার ইটাবেড়িয়া পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় ঢুকছে কেলেঘাইয়ের জল। জলবন্দি বহু পরিবার।

সোমবার রাতে নৌকায় চেপে ইটাবেড়িয়া পঞ্চায়েত অফিস থেকে ত্রাণ নিয়ে বেরিয়েছিলেন প্রধান-সহ বেশ কয়েকজন। ত্রাণসামগ্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎই নদীর পাড়ে ঝুলে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় নৌকা। নৌকোয় থাকা প্রদীপ মাইতি ও নন্দন মণ্ডল নামে দুই যুবকের শরীরে জড়িয়ে যায় বিদ্যুৎবাহী ওই তার।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন নন্দন মণ্ডল নামে ওই যুবক। অন্যদিকে, বিদ্যুৎপৃষ্ট হয়ে নৌকো থেকে নদীর জলে পড়ে যান প্রদীপ মাইতি নামে অপর যুবক। নৌকোয় থাকা বাকি ৮ জনও কম-বেশি আহত হন।

আরও পড়ুন- ‘পারলে ফিরে আসুন’, ‘দলছুট’দের বার্তা বঙ্গ বিজেপি সভাপতির

এদিকে, ঘটনা টের পেতেই উদ্ধারকাজে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। কোনওমতে নৌকা পাড়ে এনে তাঁরাই আহতদের উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। চিকিৎসকরা তড়িদাহত নন্দন মণ্ডল নামে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশের তৎপরতায় ওই রাতেই প্রদীপ মাইতি নামে অপর যুবকের দেহ নদী থেকে উদ্ধার করা হয়। আকস্মিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত দুই যুবকের বাড়ি ভূপতিগর থানার বাগদিবাঁধ গ্রামে। অপরের সাহায্যে এগিয়ে গিয়ে এভাবে দুই যুবকের অকাল মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা গ্রাম।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

accident West Bengal
Advertisment