‘শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন!’ প্রয়াত পিতার পর উদয়নের নিশানায় সেলিম

উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর নিশানায় সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Udayan Guha attacks Mohammad Selim
এবার উদয়নের নিশানায় সেলিম।

নিজের প্রয়াত বাবার পর এবার উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর নিশানায় সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। ফেসবুকে ৫ জনের নামের উল্লেখ করে রাজ্য সিপিআইএমের এই শীর্ষ নেতাকে বিঁধেছেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ এই নেতা। যা ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি।

বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে বলতে গিয়ে এদিন ফেসবুকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ লিখেছেন, ‘আজ সেলিমের জন্য, এরা সবাই ৩য় বিভাগে পাস করে প্রা: শিক্ষকের চাকরি করেছেন। সনাতন সাহা, বিমল দাস, অঞ্জলি সেন, মলয় রায়, মলয় গুহ নিয়োগী। পর পর আরও আসবে। সেলিম আপনারা শুধু নিজের বাবার নয়, শিক্ষার বাবারও পিন্ডি চটকিয়েছেন।’

আরও পড়ুন- কেন্দ্রের কোন প্রকল্পে সায় দিয়েও এখন হাত কামড়াচ্ছেন মুখ্যমন্ত্রী?

এর আগে বাম আমলের নিয়োগ ‘কেচ্ছা ফাঁসট করতে গিয়ে নিজের প্রয়াত বাবা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহকেও কাঠগড়ায় তুলেছিলেন উদয়ন গুহ। বাম আমলে দলের নির্দেশেই তাঁর বাবা দলের লোকজনের চাকরি ব্যবস্থা করেছিলেন বলে দাবি করেছিলেন উদয়ন।

তিনি বলেছিলেন, ‘বাবা দলের স্বার্থেই দুর্নীতি করেছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করে চাকরি দেওয়া হয়েছিল। বাবা সেই সময়ে অনেককে চাকরি করে দিয়েছেন। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসূরীরাই তো যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন। পাঁচ টাকা নিলে দুর্নীতি নয়, আর পঞ্চাশ হাজার বা পাঁচ লাখ টাকা নিলে সেটা দুর্নীতি এটা কখনও হতে পারে না। এটা যুগ যুগ ধরেই চলে আসছে।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Udayan guha attacks mohammad selim

Next Story
অদক্ষ শ্রমিকের থেকেও কম বেতনে লেকচারার, ‘বাংলায় এবার কি সিভিক অধ্যাপক?’ প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর
Exit mobile version