/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Udayan-Guha-1.jpg)
Udayan Guha: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।
RG Kar Case: আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য। কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার ১। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজ ১৪ আগস্ট 'মধ্যরাতের দখল', কর্মসূচি নিয়েছেন মহিলাদের একটি বড় অংশ। গোটা রাজ্যে আজ 'মেয়েরা রাত দখল করো' শীর্ষক ক্যাম্পেন চলছে জোরকদমে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিশেষ এই কর্মসূচিকেই যারপরনাই কটাক্ষ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহের।
ফেসবুক পোস্টে গতকাল উদয়ন গুহ লিখেছেন, "দিনহাটার কেউ কেউ কাল রাতের দখল নিতে চাইছেন। আমার সমর্থন থাকলো। তবে স্বামীর অত্যাচার থেকে বাঁচতে রাতে ফোন করবেন না। " রাজ্যের এক মন্ত্রীর এহেন ফেসবুক পোস্টে তুমুল সমালোচনায় সরব BJP। বিজেপির তরফে এক্স হ্যান্ডলে উদয়ন গুহের সমালোচনা করা হয়েছে। উদয়নকে নারী বিদ্বেষী বলেও তোপ দেগেছে গেরুয়া দল।
উল্লেখ্য, আরজি কর (RG Kar Case) মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে উত্তাল রাজ্য। আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ অর্থাৎ ১৪ আগস্ট, ‘মেয়েরা রাতের দখল নাও’ শীর্ষক অভিযানের ডাক সোশ্যাল মিডিয়ায় এখন দারুণ ট্রেন্ডিং। শহর কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ‘মেয়েরা রাত দখল করো’ শীর্ষক ক্যাম্পেন চলছে জোর গতিতে। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এমন অভিনব ক্যাম্পেন নিয়ে সিপিএমকে বিঁধেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এই ক্যাম্পেনকে তাঁর সমর্থন জানিয়েছেন। এমনকী তিনি নিজেও আজ রাতের এই কর্মসূচিতে সামিল থাকবেন বলে জনিয়েছেন।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/Udayan-Guha.jpg)
আরও পড়ুন- RG Kar Case: ‘আরজি কর কাণ্ডে চক্রান্ত করে ছেলের নাম জড়াচ্ছে’, তৃণমূল বিধায়কের নিশানায় দলেরই একাংশ
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদ, ‘মেয়েরা রাতের দখল নাও’ ক্যাম্পেন, CPM-কে তুলোধনা কুণালের
অন্যদিকে, আরজি কর কাণ্ডে কোমর বেঁধে ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI। সল্টলেক সিজিও কমপ্লেক্সে আনা হয়েছে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। আজ সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছেছেন CBI-এর আরও এক অফিসার, এসেছে ফরেনসিক দল। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দুঁদে অফিসারদের জেরার জালে সঞ্জয়।
আরও পড়ুন- RG Kar Case: ‘আমিও মেয়ের বাবা, নাতনির দাদু’, আজ রাতের প্রতিবাদে থাকছেন তৃণমূলের এই দাপুটে সাংসদ